![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
অপেক্ষার আপেক্ষ
------------------------------------------
শরীরে কাপড় জড়াতে জড়াতে যে সভ্যতার জন্ম হয়েছিলো........উলঙ্গ মানসিকতার উপর্যুপরি ধর্ষণে সে আজ সঙ্গাহীন, মৃতপ্রায় সময় গুলো স্থির দৃষ্টি নিয়ে দাড়িয়ে। বাস্তবতাও পক্ষপাতদুষ্ট হয়ে নিরবে পিঠে হাত বুলাতে পিছপা হয়না।
.
.
বিকেক গুলো দামি শো-পিসের মর্যাদা পেয়েছে অথর্ব সমাজে।
.
.শুধু আক্ষেপ আর অপেক্ষার হাহাকারে দিক বিদিক বিদীর্ন আত্মচিতকারে সদ্য জন্মানো সত্যের ভ্রুন গুলো মিথ্যে গলিকে আপন ভাবতে শুরু করে॥ এগিয়ে নেয় আগ্নেয়গিরীর জ্বালামুখে..........
হয়তো আবার শুরু হবে জীবন ভষ্ম থেকে জন্মানোর বৃথা প্রত্যয়॥
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১:০৯
আনিসা নাসরীন বলেছেন: সুন্দর সত্য কথা