নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পবিত্রতা

০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

পবিত্রতা
------------------------------
ইতিহাসের একটি অধ্যায়ে পড়েছিলাম যে, প্রাক যুগে কোন এক সাধক শুধু নিজের হাতের দুই আঙ্গুল পানিতে স্পর্শ করেই প্রায় ৫০ বছর নিজের পবিত্রতা রক্ষা করেছিলেন।পবিত্রতা রক্ষার বিষয়টি যে শুধু সেই প্রচীন যুগের প্রেক্ষাপটেই এমন ঠিক তা নয়।বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থযায় ও নিজেকে পবিত্র রাখার কৌশল আয়ত্ত করে নিয়েছে যে যার মতো করে।এই যেমন ধরুন ধর্ষক একজন নারীকে উপর্যুপরি ধর্ষন করার পরেও শুধু স্নান কার্য শেষ করেই সে তার পবিত্রতা রক্ষা করেন।আবার অনেকে বীর্য ত্যাগের পরে শুধু লজ্জা বা বীর্যস্থান ধৌত করেই সে তার পবিত্রতা রক্ষায় ব্যস্ত।আবার অনেকে ৫ বার হাত মুখ সহ বিশেষ কিছু অংশ ধৌত করেই পবিত্রতার খাতায় নিজের নাম লিপিবদ্ধ করেন।সবাই যেন পবিত্র হতে এক মহা কার্য সম্পাদনে ব্যস্ত।কিন্তু বাস্তবিকতায় আসলে কেউ কি পবিত্রতা ধারন করতে পারে? উত্তরে বলবো না। আসলে কেউই সত্যিকার্থে পবিত্র হতে চায় না।সবাই শুধু পবিত্র হওয়া বা থাকার নাটক করে।যদি সত্যিকার্থেই সকলেই পবিত্রতাকেই ধারন করতে ইচ্ছা পোষন করতো তবে তাকে বারবার এভাবে পবিত্রতা রক্ষার নাটকের প্রধান চরিত্রে অভিনয় করতে হতো না।আসলে পবিত্রতা থাকে তো মানুষের মনে,অন্তরে। পবিত্রতার বাস সকলের অন্তরে। বাইরে বিশেষ কিছু অংশ ধৌত করলেই পবিত্র হওয়া যায় না।পবিত্র হতে চাইলে না ধর্ষনের পর স্নান করার প্রয়োজন আছে, না বিশেষ নিয়মে বিশেষ বিশেষ স্থান ধৌত করার প্রয়োজন আছে।পবিত্র হতে হলে মানবের দেহের ভিতিরের পবিত্রতা আগে প্রয়োজন, নতুবা সে সর্বদা অপবিত্র।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: পবিত্র হতে হলে মানবের দেহের ভিতিরের পবিত্রতা আগে প্রয়োজন, নতুবা সে সর্বদা অপবিত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.