![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
নিশি কন্যা
-----------------------------
এ কোথায় নিয়ে এলে আমায় তুমি?
কেন ডর লাহে বাবু।
না ভয় আমি পাই না।ভয় পেলে এই নিশি রাতে তোমার দুয়ারে কড়া নাড়তাম না।
তুমি বড্ড সাহসী আচো গো বাবু, বড্ড সাহসী আচো।চম্মা, চামেলী তো এমন মরদেই বস হয় গো বাবু--।দেকবাহ চম্পা রানীর ঝংকলাকা নাচ?
হুম দেখবো।
এই দেহ--
এতো ঝুপড়ি---?
হা হা হা----- আর হাসিয়ো না বাবু।
এই তো আমগো বেহেশত , এই হানে কোন মানুষ জন লাই, জীব লাই জন্তু লাই, ভয় লাই ডর লাই লাজ লেহাজ কিচ্চু নাই গো বাবু। শুধু তুমি আর আমি, আমি আর তুমি। কত্তো-- জম্মের আশা, কত্তো--- জম্মের পিপাসা লিয়ে বসে আছি শুধু তোমার জন্যি গো বাবু, শুধু তোমার জন্যি।
আমগো জিব হইলো সাপের জিবের লাহান।শরীর হইলো পাহা তেতুলের লাহান।দেখলেই তোমগো লাহান জুয়ান মদ্দোগেরে জিব দিহা লালা ঝড়ে। আমগো কি আর দাম আচে বাবু? হারা জীবন ভাসতে ভাসতে এ মদ্দো থেহে আরেক মদ্দো।খদ্দের কালা কি ধলা কিচ্চু যায় আহে না বাবু।শরীর বেইচা পেট চালাই তো! এত্তো কিচু ভাবলি কি আমগো চলে।খদ্দেরই হইলো গিয়া আমগো কাচে অন্নদাতা বাবু।
এই শরীরখানেরই যা দাম বাবু, যতদ্দিন শরীর আচে ততদ্দিন তোমরা আচো, শরীর নাই তোমরাও নাই।তোমগো কাচে আমরা হইলাম যৈবনের দাস গো বাবু যৈবনের দাস।
২| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
ধ্রুবক আলো বলেছেন: অন্ধকার জগতের গল্প
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আঁধারের গল্প।