![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
চৈতালি মন
------------------------------
জৈষ্ঠ্য মাসের প্রচন্ড খরতাপে
ভ্যাবস্যা গরমে একদম গা ঘেষে বসা একটি শরীর।রৌদ্রর খরতাপে চুকচুকে ঘামে ভেজা।কপাল থেকে চুকচুকে ঘাম নুইয়ে নুইয়ে ভেসে দিচ্ছে বক্ষদেশ। সেটা দিব্যি দেখতে পাচ্ছি।কেননা ঘামে আবরনটি ভিজে একাকার হয়ে লেপ্টে বক্ষদেশ দিব্যি জানান দিচ্ছে। ঘামে ভেজা শরীরের বিদঘুটে উন্মাদ করা গন্ধ কখনো নিজেকে আকর্ষিত করছে তার কপাল,ঠোট,গাল,গলা থেকে ঘাড়, অবশেষে বক্ষদেশ অবধি।তার সেই খরতাপের খরস্রোতে ভাসিয়ে দিতে ইচ্ছে করে নিজেকে।পবিত্র চক্ষু যুগল কে ফেরাতে পারিনা কিছুতেই। চেয়ে চেয়ে আবিষ্কার করার চেষ্টা করি আমার আমিকে। কিন্তু পারিনা,বাধ সাধে বিদগ্ধ হৃদয়ের দ্যেটানের স্রোত।
আবার কখনো সেই বিদঘুটে ঘামে ভেজা শরীর নিজের কাছে বড়োই বিরক্তির বস্তু বলে মনে হয়।সরে যাই খানিকটা শরীর থেকে।কিন্তু মনের লক্ষ্যভেদ ঐ ঘামে ভেজা বক্ষ।কি উন্মাদনাই না কাজ করে পবিত্র হৃদয় নোঙরে। সে আজো অজানা।ফিরে আসি বারংবার, কিন্তু বক্ষদেশে পড়ে থাকে চৈতালি মন।
২| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৬
মো: মেহেরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৭ রাত ১২:২৮
সালমান মাহফুজ বলেছেন: ন্যাক্কারজনক গরম !
সেই গরমে আপনার এমন রোমান্টিক অনুভূতি সাধুবাদযোগ্য ।