![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
হে ঈশ্বর তুমি কোথায়?
------------------------------------------
খোলা আকাশে তাকিয়ে প্রচন্ড জোরে চিৎকার করে বারবার বলতে ইচ্ছে করে,
হে ঈশ্বর তুমি কোথায়?
তুমি কি দেখতে পাওনা ফুটপাতে হাত পা বিহীন একটি হাড্ডিসার নেতিয়ে থাকা শরীরের আর্তনাদ?
তুমি কি দেখতে পাওনা জীর্ণশীর্ণ সেই শরীরের ময়লার স্তুপ,
তার গায়ের রংটাই পালটিয়ে দিয়েছে!
তুমি কি দেখতে পাওনা ধনীকের আহার হতে উচ্ছিষ্ট নিয়ে ডাস্টবিনে মানুষ কুকুরের তুমুল যুদ্ধ?
তুমি কি দেখতে পাওনা প্রচন্ড রৌদ্রতাপে ঠেলাগাড়ি চালক বৃদ্ধ ছগির আলীর -ঘামে ভিজে পবিত্র হওয়ার দৃশ্য?
নাকি হিমশীতল ফোয়ারার পানিতে পবিত্র হওয়ার দৃশ্যই তোমার অধিক প্রিয়।
তুমি কি গন্ধ পাওনা,
ভুবুক্ষ মানুষের দৈন্দদিন আহারে জোগাড় করা পচা খাবারের?
নাকি কাবাব -কোপ্তা,শাহী কোরমা, পোলাও এর গন্ধই তোমার কাছে সুগন্ধময়।
তোমাকে কি একটুও নাড়া দেয়না,
ধনীকের মলমূত্রের পানিতে ঢাকা আবাস নামক বস্তির চিরচেনা দৃশ্য!
নাকি থাই গ্লাস আবৃত আলো ঝলমলে কক্ষেই তোমার মোহ।
তোমার কানে কি কখনোই পৌছায় না নিষিদ্ধ পল্লীর প্রতি রাতের অনিচ্ছার ক্রন্দন?
নাকি তুমি মেতে থাকো অভিজাত নাইট ক্লাবের অশ্লীল আড্ডায়?
তুমি কোথায় ঈশ্বর তুমি কোথায়?
তুমি কি শুধুই ধনীকের ঘরেই বাস করো?
২| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশ্বররে কাধে আর কত মই চাপাবে ফাঁকবিাজ মানব!
এবারতো দায় কাঁধে নাও!
আমি কি বলিনি- যে জাতি নিজে চেষ্টা করেনা , আমি তার ভাগ্য বদলাইনা!
তবে তুমি কোন ঘোরে -ইয়াবা- বাবার নেশায় বুদ হয়ে
বুলশিট গুল্লি মারো ইশ্বরের পানে-
আর নিজে সুবিধাবাদীতার কোলে আরামসে করো বোধের শ্রাদ্ধ!
জাগো।
ঝড়াও তোমার ঘাম!
ঝড়াও তোমার রক্ত!
তারপর -এসো অভিযোগের পাহাড় লয়ে!
স্বাগত- তোমায়।
কাব্যে ++
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪১
বিজন রয় বলেছেন: ব্যতিক্রমী কবিতা।
ভাল লিখেছেন।
+++++
আমার মতে ঈশ্বর সবকিছুর মধ্যেই।