![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
মধ্যে যুগে শাসকদের হেরেম ছিলো অবৈধ সন্তান উৎপাদন আর অসংখ্য দাসীরা ছিলো সেই অধিক উৎপাদনের উর্বর ভূমি।(পুনশ্চ: ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ ছাড়া সকল সন্তান গ্রহনই অবৈধ)।যদি নিয়ম এমনি হয়ে থাকে তবে প্রায় দু-একজন ছাড়া সকল শাসকই জন্মসূত্রে অবৈধ এবং অবৈধ সন্তানের জনক।ধর্মীয় বিধান উপেক্ষা করেই তারা শতশত দাসীর সঙ্গ গ্রহন করতো শুধু মাত্র যৌনক্ষুধা নিবারনের জন্য।কিন্তু তাদের এহেন অবৈধ সঙ্গের বিষয়ে ধর্মের ঐশ্বরিক নিয়মও কোন বাধা হয়ে সামনে আসেনি। বিজ্ঞ বিজ্ঞ ধর্মীয় মনীষীদের কে সামান্যতম উচ্চ-বাচ্য করতে দেখা যায় নি এসব বিষয়ে।ইতিহাস তো তেমন-ই স্বাক্ষী দেয়।বরং তাদের নানা স্তুতি আর প্রশংসায় মত্ত থেকেছে সেইসব বিজ্ঞ বিজ্ঞ ধর্মের ধারক বাহক।আসলে ক্ষমতার কাছে সকল বিধানই পরাজিত।হোক না তা ঐশ্বরিক, শত শ্রদ্ধার আবরনের মোড়কে মোড়ানো।আবার অনেক বিখ্যাত শাসক ধর্ম রক্ষার নামে,ধর্মের নামে অপর ধর্মের শাসকদের রাজ্য অধিকার করতে বছরের পর বছর হত্যাযজ্ঞ চালিয়ে ধর্ম রক্ষার শাসক হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লিখিয়েছেন।তারা পশু-পাখি, জন্তু-জানোয়ারদের হত্যা করেনি।হত্যা করেছে লক্ষ লক্ষ মানুষ, ঠিক আপনার আমার মতো দু হাত-পা ওয়ালা মানুষ।মানুষের রক্তে সাগর বানিয়ে সেই সাগরে ভাসিয়েছে বিজয়ের ভেলা।সেই সাগরে ধার্মিক, অ-ধার্মিক,জন্তু-জানোয়ার সবার রক্ত।কারন রক্তের বিচারে মানুষ আর জন্তু জানোয়ারের পরিচয় আলাদা করা যায় না।তবুও তারা প্রশংসিত, নন্দিত।কারন একটাই আর তা হলো তারা তাদের ধর্মীয় বিশ্বাসের পতাকা হাতে নিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে।আবার এইসব বিখ্যাত শাসকদের হেরেমে দাসী নয় বরং একই লিঙ্গের শত শত দাস ছিলো।সেখানে ধর্মীয় নিয়ম বাধা হয়ে গলা চেপে ধরেনি সেই শাসকের।বরং যতো প্রশংসার মালা তার ঝুড়িতেই রেখেছে সবাই।কারন একটাই তার হাতে থাকা ক্ষমতা আর ধর্মের ঝান্ডা।
সামান্য যুক্তিতেই ধর্ম গেলো গেলো বলে আমরা জোড় চেঁচামেচি শুরু করে রাস্তায় নামি,খেলি রক্তের হোলি।যে কাউকে এক নিমিষেই নাস্তিক পদবীতে ভূষিত করে ফেলি।আস্তিক, নাস্তিকে বিভক্ত করে ফেলি সমাজ,রাষ্ট্র,রীতি-নীতি।অথচ আমরা আমাদের সুবিধার জন্য,উপভোগের জন্য কতো ঐশ্বরিক নিয়ম বদলিয়ে ফেলেছি!
তার ইয়াত্তা নাই।কারন আমরা সুবিধাভোগী।যেখানে সুবিধা বেশি সেখানে সব বৈধ বলে সমাজ রায় দেয়।এই যেমন উদাহরন হিসেবে যদি বলি হিল্লা বিয়ের কথা।নিজেদের সুবিধার জন্য,কামবৃত্তি নিবারনের সহজ উপায় হিসেবে সব পালটিয়ে নিয়ম করে নিয়েছি নিজেদের মতো।আর সেই নিয়ম সমাজে চাপিয়ে শাসন আর শোষন করে চলেছি বছরের পর বছর।সমাজ কখনো এমন নিয়ম ভঙ্গের দায়ে দায়ী করে শাস্তি দেয়নি কোন শাসক কে। বরং সহজেই মেনে নিয়ে সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে যুগের পর যুগ।
কারন একটাই,
আর তা হলো শাসকের হাতে থাকা ক্ষমতা।
২| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২
মো: মেহেরুল ইসলাম বলেছেন: হুম ভাই
৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: সেই যুগে তারা উপভোগ করতে জানতেন।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: এদের ফলেই এখনকার আলেমদের এই অবস্থা। কোন আলেম তাদের বিরুদ্ধাচার করলে তারা খোদা দ্রোহীর অপবাদ দিয়ে হত্যা করতো।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: @ ঠাকুরমাহমুদ আপনি মনে হয়ে আমেরিকা, বৃটেন, ফ্রান্স অথবা জার্মানীতে স্থায়ী হওয়ার নেক চিন্তা করছেন, তাইনা? তা না হলে আপনার কাছে মুসলিম শাসক ইতিহাস লজ্জাজনক, বলতে হয় ধর্মের নামে কলংক মনে হতোনা। এককাজ করুন ইসলাম ও মুসলীমদের বিরুদ্ধে একটা ফাটাফাটি স্ট্যাটাস দেন তাহলে হইহই রব উঠবে আপনার ভিসা ঠেকায় কে?
৬| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫
হাইড্রোক্লোরাইড এসিড বলেছেন: সাধারণ মানুষ চিরকাল ভালবাসার পক্ষে কিন্তু যখন সে ক্ষমতাধর হয়ে উঠে তখন সে হয়ে যায় হিংস্র দানব। ভারতীয় উপমহাদেশে সূর্যের তাপ পৌঁছানোর আগে ধর্মীয় রক্তারক্তি সবার আগে হয়। এখনও হয় সাধারণ মানুষ ভাবে পবিত্র ধর্ম বাঁচানোর উপায় রক্তের গন্ধ। কিন্তু চিরকাল এই রক্তের ইতিহাসে ভূমিকা রেখেছে ক্ষমতাবানরা। পবিত্র ধর্মকে এরা আগেও ব্যবহার করেছিলো এখনো করছে
৭| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মুসলিম এমন কোন কোন শাসক আছে যার হেরেম দাসে ভরা ছিল ?
যুদ্ধ যখন অনিবার্য তখন ধর্ম যুদ্ধে হত্যা অবৈধ নয়।
৮| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২২
লাল পাথর বলেছেন: মোঃ মাইদুল সরকার বলেছেন:
মুসলিম এমন কোন কোন শাসক আছে যার হেরেম দাসে ভরা ছিল ?
আপনি এমন কোন মুসলিম সম্রাট দেখান যার হেরেম দাসে ভরা ছিল না।।
৯| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭
টারজান০০০০৭ বলেছেন: ইসলামে সন্তানের বৈধতা/অবৈধতার ব্যাপারে আপনার জানা অসম্পূর্ণ আছে ! আপনি দয়া করিয়া মিরপুরে আল মার্কজুদদাওয়াহ তে গিয়া জানিয়া আসুন, অথবা অনলাইনে আল কাউসার পত্রিকায় প্রশ্ন করিয়া জানিয়া নিন !
কোন বিষয়ে এমন ঢালাওভাবে দোষারোপ করার আগে যাচাই করা বাঞ্চনীয় !
১০| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২
গরল বলেছেন: ধর্মের সৃষ্টি হয়েছিল দাস দাসীদের জন্য আর মানুষকে দাসে পরিণত করার জন্য। অতএব ক্ষমতাবান বা শাসকদের জন্য এসব ধর্মীয় আইন প্রজোয্য নয়।
১১| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন: অনন্য দায়িত্বশীল আমি ভাই ইতিহাস বিকৃত হয় তারপর ও ইতিহাস পড়েন ! ধর্ম ব্যাবসা মাজার ব্যাবসা পীর ব্যাবসা একই ব্যাপার “আপনি শুনে থাকবেন সমস্ত বড় বড় ব্যাপার অমুক ধর্ম থেকে রিসার্চ করে পাওয়া গেছে - হ্যা পাওয়া গেছে এম এল এম ব্যাবসা = ধর্ম পীর মাজার !!!
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন: আমি চাঁদগাজী ভাইয়ের পোষ্টে কমেন্ট করে এসেছি, আজকে যারা মুসলিম আফগান আফগান করে কাাঁদেন তারা কি জানেন এই আফগান মুসলিমরা শুধু মাত্র রাজ্যের ক্ষমতার লোভে, সম্পত্তির লোভে, নারী লিপ্সায় ভারত মহাদেশে কি পরিমাণ হত্যাযোগ্য চালিয়েছে ? মুসলিম শাসক ইতিহাস লজ্জাজনক, বলতে হয় ধর্মের নামে কলংক ।