নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির নীতিজ্ঞ

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫



রাজনীতির শুধু দুরাবস্থা নয়,
রাজনীতি এখন পচা,মৃত দূর্গন্ধময়;
পড়ে থাকে পাথারে!
পোকায় কিলবিল করে ঘুরেফেরে সর্বাঙ্গ।
পঁচে গলে গন্ধময় প্রান্তর!
গন্ধের সুবাসে ছুটে যায়,দৌড়িয়ে যায় দু-পায়া শকুন,
একটি নয় ঝাকে ঝাকে,হাজারে হাজার।
পাখা ছাড়া শকুন চিড়ে খায়,
খুবলে খায় পঁচা শরীর।
রক্ত খায়,ভুরি খায়,কলিজা -হৃদপিন্ড সবই খায়।
মাংস খেতে খেতে হাড় পর্যন্ত চিবিয়ে খায়!
শকুনের মুখে লেগে থাকে পঁচা রক্ত,মাংসের দূর্গন্ধ।
দু-পায়া শকুনের কান্ড দেখে-
আকাশে সাঁ সাঁ করে উড়ে ঘুরপাক খায় শকুন;
অবাক হয়,বিস্ময়ে তাকিয়ে থাকে।
ঘুরতে ঘুরতে ঘৃণায় থুতু ফেলে,
দেশ ছাড়ে, বাসা বাধে অন্য দেশে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: এদেশের সাধারণ মানুষের স্লোগান হওয়া উচিত "নোংড়া রাজনৈতিক চর্চা বন্ধ হোক; করতে হবে।"

২| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: বেশ লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.