নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার প্রহর তার জন্য

১৯ শে মে, ২০১৮ দুপুর ১:২৬


আমি জানি , এবং খুব ভালো করেই জানি, তাঁকে আমি যতো আপন করি, যতোই আপন করে ভাবি, তাঁর কথার নির্যাস পেতে যতোই ব্যাকুল থাকি, শ্রবণ করি তাঁর প্রতিটা বাক্যর অমৃত , সে ততোই দূরে থাকে । বিষাদময়তা চিত্তে ভরে বিরক্ত হয় । তবুও লেগে থাকি । ঠিক রক্ত চোষা জোঁকের মতো । ছাড়তে চাইনা কিছুতেই ।আমার সকল সরলতা একমাত্র তাঁকে ঘিরেই । সকল ব্যাকুলতা, সকল উদারতা , সকল মুগ্ধতা একমাত্র তাঁর সন্নিকটে । জোঁক রক্ত চোষে নিজে বাঁচে । কিন্তু আমি পারি না ,সে বলেই হয়তো পারি না । কারন তাঁর বাস হৃদয়ের গভীর থেকে সু-গভীরে । তাঁর জন্য অজানা টান অনুভব করি । ব্যাকুল হয়ে বসে থাকি, প্রহর গুনি ।এভাবেই দিন যায় রাত যায় তাঁর প্রতিক্ষায় । রক্তে নেশা লাগে ,অস্থিরতা গ্রাস করে সর্বাঙ্গ তবুও প্রতিক্ষায় থাকি । জানি আমার এই প্রতিক্ষায় সে বড্ড বিরক্ত হয় মুষড়ে পড়ে । বাক শক্তি হারিয়ে একেবারে নির্বাক জুবুথুবু হয়ে বসে থাকে । তাঁর প্রতিটা আলাপ আমার কাছে যেমন অমৃত ঠিক উলটো তাঁর কাছে । আমার বাক্যলাপ তাঁর কাছে গরল সম । আমি বুঝি , অনুধাবন করি তাঁর বিরক্তির পরিসীমা । অজানা বাক্যলাপে তাঁর সাথে হঠাত পরিচয় । তাও বছর বছর ছাপিয়ে দীর্ঘ অষ্টমীতে এসে ঠেকেছে । প্রেমালাপের সুখময় সৃতি বিধুর বাক্যলাপ চলছে বছরের পর বছর । ঐ প্রেমালাপেই ভরসা ,শুভ দৃষ্টি তখনো আমার অধরা অলীক স্বপ্নের মতো । বলা হয়নি আজও মনের সকল কথা , যা তাঁর জন্য এতোগুলো বছর গুছিয়ে রেখেছি ,যতনে রেখেছি । সুখালাপে সে, আমি হারিয়ে যাই মাঝে মাঝে ।হারিয়ে যাই নির্বাসনে ,কখনো দেবতা রূপে কখনো সন্ন্যাসী রূপে । জানি সে অলীক অধরা স্বপ্ন । শুভ দৃষ্টি হয়েছে সবে একবার ।তবে সে দৃষ্টিতেও ছিলো যোজন যোজন দুরত্ব আর বিস্তর ফারাক ।আমাবস্যার চাঁদের মতো সে আমার মেঘকাশে জ্বলজ্বল করে । আলো দেয় নিভিয়ে নেয় । সেই চাঁদের আলোতে বসে বসে বুড়ি চরকা কাটে, উল বুনে বস্ত্র বানায় ।তাঁর আর আমার জন্য মলিন বস্ত্র । তবুও সে অধরা আঁধার । তাঁর দখলি এখন অন্যর কাছে । মালিক সেজে মহাজন হয়ে অট্টহাসিতে মুখিয়ে থাকে । হিংসায় জ্বলে পুড়ে ছারখার করে দেয় সবকিছু । পারিনা, কিছুতেই পারিনা । অপেক্ষা করি, দিন গুনি , হাতের নোখে, ক্যালেন্ডারের পাতায় দাগ কাটি । তাঁকে চাই বড্ড আপন করেই চাই । মনের সকল শক্তি দিয়ে তাঁকে চাই , প্রার্থনা করি বৃষ্টি হয়ে নামুক সে , ঘন কালো মেঘ করে আসুক সে , ঝিঁঝিঁ পোকা হয়ে পথ দেখাক ।সে দেখায়, পথ দেখায়, দূরে বসে আলো দেয়, মজা নেয় । অট্ট হাসিতে জানিয়ে দেয় সে কতোটা অধরা, কতোটা অলীক । জানি আমার গুঞ্জনে সে প্রচন্ড বিরক্ত হয় । তবুও তার আশায় দিন গুনি ,হাতের আঙ্গুলে, ক্যালেন্ডারের পাতায় ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩৫

মীর সাজ্জাদ বলেছেন: আপনার আশা যেন পুরণ হয়,

২| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৩৫

অনুতপ্ত হৃদয় বলেছেন: তবুও তার আশায় দিন গুনি,
হাতের আঙ্গুলে, ক্যালেন্ডারের পাতায় ।

এভাবেই থাকুক ভালোববাসা

৩| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: আহারে :( আপনার পোস্ট পড়ে একটা গান মনে পড়ে গেল "ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হল না " তবে আপনার আশা পূরণ হোক এই কামনা।

৪| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬

কাইকর বলেছেন: আপনার আশা পূর্ণ হোক

৫| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.