![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
আমি আধুনিক হতে চাইনে ,একদমই চাইনে । ঠিক যতোটা আধুনিক হলে ধনী গরিবের মধ্য বিস্তর ফারাক সহজেই নির্ণয় করা যায় । আর তাইতো পায়ের পাদুকা খানা অতি কম দামেই কিনে আসছি বছর পাঁচেক । কেন জানি পায়ের চপল কেনায় বেশি দাম দিতে আমার বরাবরই প্রচন্ড অরুচি । আর সে জন্যই কোন ব্রান্ডের বা অতি দামি পাদুকা আমার পায়ে ম্যাচম্যাচ করে । পড়তে পারিনা একদম । পায়ের জিনিস ওতো দাম দিয়ে কেনার কি দরকার ?
কাঁদা মাটিতে, গু-মুত, মেখে- মুখে থাকা জিনিস ওতো দাম দিয়ে কেন কিনবো । যেখানে কিনা দুমুঠো ভাতের জন্য একদল মানুষকে এখনো দিনের পর দিন যুদ্ধ করে বাঁচতে হয় । উপোস থাকে বিবেক, বিবেকের লজ্জা ।সেখানে ওতো দামি দামি ব্রান্ডের পাদুকা পায়ে দেবো তা অন্যর সইলেও অন্তত আমার সয় না । আমার পায়ে যে চপলখানা এখন আছে ওটা কিনেছিলাম বছর দুয়েক আগে । কোন ব্রান্ডের জিনিস নয় । মাত্র দু-শ আশি টাকা দিয়ে অখ্যাত দোকান থেকে কেনা । সেটাতেই চলছে এখন অবধি । সাধারণত একশ বিশ/ত্রিশ টাকা দিয়ে পায়ের চটি কিনি । দোকানীর চাপাচাপিতেই কিনেছিলাম এই চটিখানা, ওতো মানে দু-শ আশি টাকা দিয়ে ! চলছেও ভালোই । কতো ঝড়-তুফান সয়ে , কাদা মাটিতে মেখে-মুখে অবিকল আগের মতোই মজবুত আছে চটিখানা । তবে রঙের ঔজ্বল্যতায় কিছুটা প্রভাব পড়েছে এখন । এখনো ওটাতেই বড্ড শান্তি পাই ,সস্তি পাই । আরো বছর খানিক যাবে হয়তো !
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৪০
মো: মেহেরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:২০
অনুতপ্ত হৃদয় বলেছেন: আরো বছর খানিক ,,,
যত্ন আছে
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৪০
মো: মেহেরুল ইসলাম বলেছেন: জি ভাই যত্নে আছে
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৪০
মো: মেহেরুল ইসলাম বলেছেন: জি ভাই যত্নে আছে
৩| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গুড আইডিয়া। কোন চাকুরিতে না থাকলে প্লাস্টিকের সেন্ডেল আরো ভালো। অনেকদিন টিকে...
২৪ শে মে, ২০১৮ রাত ৯:৪৮
মো: মেহেরুল ইসলাম বলেছেন: যথার্থ বলেছেন
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৮ দুপুর ২:১৯
কাইকর বলেছেন: সুন্দর লিখেছেন