![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আওয়ামী মনটা আজ খুবই খারাপ। একতো হেফাজতের এত বাড়াবাড়ি তার উপর আওয়ামী সরকারের এত দূর্বলতা। মন্ত্রী আর প্রতিমন্ত্রীদের মধ্যে 'কথায় বড় হওয়ার লড়াই' আরও কত কি। তার উপর কিছু কিছু আওয়ামীদের আবার 'তাদের' ক্যাম্পে যাওয়া আসা! সহ্য কত করা যায় বলেনতো?
আজকের বিকেলের মশাল মিশিলটা মনটাকে একেবারে গুরু করে দিল। মনে পড়ল ১৯৮১ সালের এক মশাল মিছিলের কথা। মেজর জলিলের ৫ দফার পক্ষে গ্রামের সেই মশাল মিছিলে আজাদ চাচা, কমর ভাই আর আমাদের গরু রাখাল! আর তাদের বিপরীতে হাফেজী হুজুরের সমর্তকরা। আজাদ চাচা জোড় করে উনার অন্ধ বাপকে মশালে টিপ মাড়িয়ে মোট ৩টা ভোট সংগ্রহ করেছিলেন! হাফেজী হুজুরের অনেক পিছে ছিল আমার র্বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দল!
খারাপ মনটা আরো ভেঙ্গে গেল যেন কোন নিকট আত্নীয়ের মৃ্ত্যু সংবাদ শুনার ব্যাথা পেল রাজধানীর কামরাঙ্গীরচের নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার খবরতটা পড়ে। এ যেন জ্বালা গায়ে নুনের ছিটা। হায়, হায় কি আলামত! কি মুছিবত!
আমাদের আওয়ামী লীগের নেতা-কর্মী ও জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগের এক কর্মী নিহত। সংঘর্ষে আরও তিনজন গুলিবিদ্ধ। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ, গুলি করার আগে পুলিশ আমাদের কর্মীকে লাথি মারে ও রাইফেলের বাঁট দিয়ে মারধর করে। পুলেশের বক্তব্য: গুলি না চালালে শত শত লোক মারা যেত।
আমার প্রশ্ন: শিবিরের ক্যাডাররা কোথায় ছিল! পুলিশ কেমন করে শিবির ভেবে আমাদের লোকদেরকে এমন ভাবে মারল! আমাদের মন্ত্রীজির কথা ছিল - নাশকতা করবে শিবিরের লোকেরা। সব নাশকতার দায়িত্ব নিতে হবে জামাত শিবিরকে। এই নাশকতার দায়িত্বও তাদের ঘাড়ে চাপাতে হবে। তাদের দেখাদেখি আমাদের এরা এসব শিখেছে। আমাদের সোনার মনিরা - কেমন যেন বিকৃত হয়ে গেছে। আসুন সবাই মিলে সব নাশকতার দোষ জামাত-শিবিরের ঘাড়ে চাপাবার সংগ্রামে সক্রিয় হই!
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৩
আমি মেহমান বলেছেন: বর্তমান পরিস্তিতি আপনার পোস্টের হায়াৎ বাড়িয়ে দিবে বলে আমার বিশ্বাস।
খুব ভালে লাগলো! ধন্যবাদ।
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৯
h3mdsa বলেছেন: আসুন সবাই মিলে সব নাশকতার দোষ জামাত-শিবিরের ঘাড়ে চাপাবার সংগ্রামে সক্রিয় হই!
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২২
আমি মেহমান বলেছেন: বর্তমান পরিস্তিতি আপনার পোস্টের হায়াৎ বাড়িয়ে দিবে বলে আমার বিশ্বাস।
খুব ভালে লাগলো! ধন্যবাদ।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৫
চয়ন বলেছেন: তোরা বাল ফালা।
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৩
আমি মেহমান বলেছেন: কার? তা যে বল্লেননা ভাইয়্যা!
আপনার শালীন মন্ত্যবের জন্য অনেক ধন্যবাদ! ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭
ত্রিভুবন বলেছেন: এখানে পড়ুন আল্লাহু আকবার।