![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিই কি জানতে চান?
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬
আমি মেহমান বলেছেন: তাই নাকি! হায়, হায় - ডুবলো - আমাদের স্বাদের নাওটা গেল!
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
সত্য কথা বলি বলেছেন: এখনো সময় আছে হেফাজতে ইসলামের দাবীগুলো মেনে নেন। নইলে কি হবে আজকের লোক দেখে অনুমান করে নেন ।এরাতো শুধু ঢাকা এবং এর আশেপাশের। সারাদেশ থেকে আসলে !
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
আমি মেহমান বলেছেন: বাংলার মাটিতে তওহীদবাদীদের এই দুর্বার পদক্ষেপ সব জাহেলিয়াতের ইতি টানুক এটাই কাম্য সবার।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
মিতাহামিদা০০৭ বলেছেন: সত্যি ! একটা বিষয় ভেবে অবাক হই ! আজ কি অভাবনীয় দৃশ্যই না ঘটে গেলো ! এতো চেষ্টা ,এতো কাঠ-খড় পুড়িয়েও শেষ রক্ষা করা গেলো না ? এতো লোক সমাগম হবে কেউ কি কল্পনা করতে পেরেছে ? আমরা যদি নিরপেক্ষভাবে হিসাব করি তাহলেও কম করে ১০ লাখ লোক তো হবেই ! যদি তাকে অর্ধেক করি -তাহলে ৫ লাখ ! এটাও কি কোন অংশে কম সংখ্যা ?
এখন কথা হল - সরকার যদি হরতাল ও অন্যান্য কাজ , আর প্রশাসন দিয়ে বাঁধা না দিত তাহলে এই সংখ্যা আরও কত বেশী হতো ? উহ ! মাথায় খেলছে না ! আমি আবার অংকে কাঁচা ! তাই মন ......!
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
আমি মেহমান বলেছেন: মুসলমানদের ঐক্যের বাস্তব নমুনা আর আল্লাহর মদদ!
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
মুরাদপােভল বলেছেন: এর চেয়েও খারাপ অবস্থা হয়েছে।