নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহমান

আমি মেহমান › বিস্তারিত পোস্টঃ

ওবায়দুল কাদেরকে ক্লোন বা কপি করার কোন পদ্ধতি কারো জানা আছে কি?

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০





আমাদের আওয়ামীলীগের মাননীয় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মতো কয়েকজন মন্ত্রী যদি বাংলাদেশ পেয়ে যেত তাহলে আল্লার ফজলে আমাদের দেশটা আসলেই সোনায় পরিনত হতো বলে আমার বিশ্বাস।



জনগণের সেবায় এই মন্ত্রীর এক বিশেষ অবদান রয়েছে আর মন্ত্রীদের মাঝে যা পাওয়া কঠিন। দলের চাইতে দেশ ও জাতিকে বড় করে দেখেন বলে অনেক প্রমান পাওয়া যায়। অসৎ, ধোকাবাজ ও প্রতারকদেরকে তিনি অনেকবার সবার সামনে কথার ধোলাই দিয়েছেন। দেখেছেন তা কখনও? আমার তা দেখে মনটা প্রফুল্ল হয় - আনন্দ আসে। বাংলাদেশে এমন মন্ত্রীও আছে - গর্বে মনটা ভরে যায়!



গতকাল তিনি বলেছেন যে আমাদের দেশে কিছু দায়িত্বশীল নেতা আছেন, যাদের কর্মকাণ্ড দায়িত্ব জ্ঞানহীন। তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছেন।



তিনি পাল্টাপাল্টি বক্তব্য থেকে সবাইবে সরে আসার আহ্বান জানান বলে খবর প্রকাশ হচ্ছে। আকর্ষণীয় ব্যাপার হলো এই নেতারা কোন দলের তা আমার মতে তিনি বিজ্ঞতার সাথে অপরিষ্কার রেখেছেন।



তিনি নাকি আরো বলেছেন যে আও্য়ামীলীগ গত চার দশক ধরে ভাষণ-ই দিতে ছিল আর অন্যরা ছিল অ্যাকশনে। এই সময়ে তলে তলে যেসব দল নিরবে সাংগঠনিক শক্তি বাড়িয়েছে তাদেরকে এখন মোকাবেলা করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন বলেও খবর পড়েছি।



কি সূক্ষ্মদৃষ্টিপূর্ণ বক্তব্য!



এ রখম গোটা কয়েকজন মন্ত্রী পেয়ে গেলে বাংলাদেশ সত্যিই সোনার দেশ হতো বলে আমার ধারনা। আপনি কি মনে করেন?

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

অরন্য জীবন বলেছেন: সহমত।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬

আমি মেহমান বলেছেন: আপনার মতের জন্য ধন্যবাদ। আর 'সহমত' হওয়ায় এর সাথে 'অসংখ্য' অবশ্যই যোগ করতে হবে!

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯

ধ্বণি বলেছেন: উনি কি করেছেন.....একটা বলেন তো শুনি.... :| :| :|

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০

আমি মেহমান বলেছেন: কি করেছেন, এটা নির্ভর করবে আপনার পছন্দের উপর!

৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫

একজন নিশাচর বলেছেন: ওয়াদুল কাদেরকে ভাল লাগে। আগে কি করেছেন না করেছেন সেটা অতীতই থাক। কিন্তু সাম্প্রতিক সময়ে ওনার কর্মকান্ড বাকি মন্ত্রী এমপি দের অনুকরণ করা উচিত।

ধন্যবাদ।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫১

আমি মেহমান বলেছেন: আপনার মন্ত্যবের জন্য অনেক ধন্যবাদ!

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭

সায়েদা সোহেলী বলেছেন: ু হুম. এমন কথা আমিও সেদিন বলেছিলাম । তাকে কপি পেস্ট করে সংসদ ভবনের অন্য চেয়ার গুলো ভরিয়ে দিতে পারলে মন্দ হতো না

:) +

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

আমি মেহমান বলেছেন: তাইতো!
কিন্ত কিভাবে - সেটাইতো আসল ব্যাপার।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫১

সাদা-কালো বলেছেন: সহমত

৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

ধ্বণি বলেছেন: উনি এখন কি কি করেছেন.....একটা বলেন তো শুনি....

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০১

আমি মেহমান বলেছেন: আপনার ভাল লাগবে কিনা তা জানিনা!!!

Click This Link

http://www.youtube.com/watch?v=lY8Bl6O5fZI

Click This Link

http://dhakajournal.com/?p=2656

৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫

একজন নিশাচর বলেছেন: @ধ্বনি,
আপনার কমেন্টটি ইঙ্গিতপূর্ন।

ভাল কে ভাল বলতে শিখুন। হাজারো খারাপের ভীড়ে যে দু একজন ভাল রাজনীতিবিদ আছেন তাদেরকে যথাযথ সম্মান দিন। না হলে তারাও ভাল কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবেন। তখন কিন্তু আমাদের ভাল রাজনীতিবিদ পাবার প্রত্যাশাটা শুধু সুদুর স্বপ্নই থেকে যাবে।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯

ইকবাল পারভেজ বলেছেন: সাংবাদিক বগল দাবা কইরা সব যায়গায় গিয়া স্টান্টবাজী কইরা কিছু ভোদাইকে কিছু দিন ভক্ত বানিয়ে রাখা যায়, আপনার পোস্ট তার প্রমান| এই লোক সরকারী চাকুরীজিবীকে চর থাপ্পর মারার মত জঘন্য কাজও করেছে| আচ্চা উনার ভাল কাজের ৫ টা উদাহরন দিন, দেখি কেন ওনি আপনার প্রিয় মন্ত্রী|


১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

আমি মেহমান বলেছেন: উপরের লিংকগুলো দেখেন - আশা করি জবাব পেয়ে যাবেন!

৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯

ধ্বণি বলেছেন: আমি কিছু ইঙ্গিত করি নাই... শুধু জানতে চাচ্ছি..

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

আমি মেহমান বলেছেন: আপনার জন্য কয়েকটাক লিংক দিলাম উপরে - আশা করি কিছুটা স্বাদ পেয়েছেন।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০

শুটকাভাই বলেছেন: খুব ভাল লোক, এমন লোকেরই দরকার এদেশে।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৩

আমি মেহমান বলেছেন: Thank you, ভাই্য়্যা আপনার সহমতের জন্য।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১২

টিনের বাড়ী বলেছেন: মানুষ ভেজাল দেখতে দেখতে আসল জিনিস ভুলেই গেছে । কিভাবে বুঝাবেন । তিনি আন্তরিক থাকলে মানুষ এম্নিতেই বুঝে যাবে ।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৫

আমি মেহমান বলেছেন: অন্তরের খবরটা আল্লাহই জানেন বলে বিশ্বাস!

বাইরেরটাই অনেক সময় দেখিনা ঠিকমত - ভিতরেরটা দেখার প্রশ্নই উঠেনা।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

মনিরুল হাসান বলেছেন: ওবায়দুল কাদের আমারও একজন পছন্দের মন্ত্রী। যারা ওবায়দুল কাদেরের কাজ সম্পর্কে জানতে চান, তাদেরকে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলার আগের সময়টুকু (১৯৯৭সালের আইসিসি ট্রফি) থেকে পরের সময়টুকু মনে করতে বলছি।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

ধ্বণি বলেছেন: এই সব বললেই ভাল হয়ে গেলো....আমরা কত অল্পতেই খুশি

....এইটাই আমাদের রাজনীতিবিদ রা বুঝলো না.. :( :( :(

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩০

দায়িত্ববান নাগরিক বলেছেন: I do agree !

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩২

ইকবাল পারভেজ বলেছেন:
লিংকে দেখলাম, স্টান্টবাজী বক্তব্য দিয়া হিরো হইতে চেস্টা করছে| আসল কথা বলেন, যোগাযোগ ব্যাবস্হার কি কি উন্নতি দেইখা আপনি তার ভক্ত হইয়া গেলেন?

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

ধ্বণি বলেছেন: আসল কথা বলেন, যোগাযোগ ব্যাবস্হার কি কি উন্নতি দেইখা আপনি তার ভক্ত হইয়া গেলেন?

এই টাই হলো আসল কথা......এখন বলেন শুনি..... 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-|

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: Click This Link

মুছে দিয়েন না

১৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬

আইআইচকিবরিয়া বলেছেন: ধ্বণি বলেছেন: উনি এখন কি কি করেছেন.....একটা বলেন তো শুনি....

আপনার আমার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে, কিন্তু ভাল কে ভাল আর খারাপ কে খারাপ বলতে শিখুন।
পুরো আওয়ামীলীগ জুরে তার মত সৎ নেতা খুজে পাওয়া মুশকিল। আসলেই তিনি সন্মান পাওয়ার যোগ্য।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২২

ধ্বণি বলেছেন: সবাই বলে সৎ....আরে আসল কথা বলেন, যোগাযোগ ব্যাবস্হার কি কি উন্নতি উনি করেছেন.... :(

২০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩

ম.র.নি বলেছেন: To some extent I agree with the writer of this post.O.Kader at least not acting as a 'Facsist Bakshali' like some of his top collegue of BAL.We'll never know what actually within him.'Truth is out there'

১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৭

আমি মেহমান বলেছেন: Thank you – I also agree with you, totally.

It is a question of relativity and the ‘goodness’ in two evils. To be under the leadership of a despot and still have a sense of responsibility and accountability, is seriously worth appreciating.

It's a shame that some are waiting for the utopia which probably a dream - all deteached from the reality!

২১| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৬

ধ্বণি বলেছেন: I hate jamat, hefajat, BNP,,, all stupid selfish politician. I simply want to to know what he did thats all. . This the truth........ এইটাও আওয়ামীলিগ এর আই ওয়াশ..... ;)

২২| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১২

মো: আজিজ মোর্শেদ বলেছেন: আসলে ওনাকে দেখলে এক ধরনের শ্রদ্ধাবোধ তৈরী হয়। অন্য নেতারা যেখানে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত সেখানে ইনি তার কাজ নিয়েই আছেন। যতটুকু তার পক্ষে সম্ভব ততটুকুই করছেন।

২৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৯

ধ্বণি বলেছেন: কেউ বলতে পারল না উনি আসলে দেশের কোন উন্নয়ন এর কাজ টা করেছেন......সত্যি সেলুকাস কি বিচিত্র এ দেশ...... :||

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৯

ধ্বণি বলেছেন: কেউ বলতে পারল না উনি আসলে দেশের কোন উন্নয়ন এর কাজ টা করেছেন......সত্যি সেলুকাস কি বিচিত্র এ দেশ...... :||

২৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৯

ধ্বণি বলেছেন: কেউ বলতে পারল না উনি আসলে দেশের কোন উন্নয়ন এর কাজ টা করেছেন......সত্যি সেলুকাস কি বিচিত্র এ দেশ...... :||

২৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৯

জীবনকেসি বলেছেন: ভাই ধ্বনি,,,
ঈদের পরদিন উনি দায়িত্ব নোয়াখালী থেকে খাগড়াছড়ির পানছড়ি গিয়াছেন রাস্তা দেখতে। পথে পথে ৪ জন নির্বাহী প্রকৌশলীকে সো-কজ করেছেন, রাস্তা খারাপ হওয়ার কারণে। বিনা নোটিশে বিভিন্নি এলাকার রাস্তাঘাট পরিদর্শনে গেছেন। সর্বত্র অনিয়মের বিরুদ্ধে একাই যুদ্ধ করছেন। ওনার দৌড়ঝাপের কারণে আর গরম মাথার কারণেই ঢাক-চট্টগ্রাম হাইওয়েতে কিছু কাজ এগুচ্ছে। মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজ দায়িত্ব নেওয়ার পরই নিজে গিয়ে তদারক করেছেন। ট্রাফিক জ্যামে আটকে থাকা মানুষকে নিজে গিয়ে সহানুভুতি জানিয়েছেন। রেলের অসাধু কর্মচারিকে থাপ্পড় মেরেছেন। (যদিও আমাদের চুশিলরা এটাকে নিয়েঁ বাড়াবাড়ি করার চেষ্টা করেছেন)। মন্ত্রণালয়ের এসি রুমে অফিস না করে সারাদেশ ঘুরে বেড়াচ্ছেন। দুণীতিতে শ্রেষ্ঠ একটা দেশের একজন মন্ত্রীর কাছে আপনি অনেক বেশী পাচ্ছেন। মন্ত্রীসভায় আরো অর্ধশত মন্ত্রী আছেন। কারো টাকার বস্তা ধরা খায়, কারো জন্য পদ্মা সেতু ডুবে যায়। কেউ শেয়ার বাজার আর ব্যাংক লুট করে। এতকিছুর মধ্যে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের অবশ্যই ব্যতিক্রম। আরে ভাই কিছু করতে না পারলেও আপনার দু:খে উনি আপনাকে রাবিশ বোগাস না বলে দু:খ প্রকাশ করেছেন।

২৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

একাকী বাংলাদেশি বলেছেন: ওবায়দুল কাদের এর ব্যাপারে আমি নিজেও কনফিউসড। হঠাৎ করে কিছু পাবলিক কাদের সাহেব কে একেবারে হিরো বানানো শুরু করছে। কিছু স্ট্যান্ট বাজি (হতে পারে উনি মন থেকেই করেছেন) করলেই যদি এত সহজে ভালো মন্ত্রী হওয়া যায় তাহলে বিএনপি'র আমলে এহসানুল হক মিলন কি দোষ করলো? উনি তো মনে হয় এর চেয়েও বেশি দেখাইছে।

তারপরেও যদি কেউ কেউ উনার উপর খুব বেশী খুশি হয় তাহলে বলতেই হয় "নাই বনে ভেরনও বৃক্ষ" তাই উনাকে নিয়ে হয়তো এত বেশী লাফালাফি

২৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

বিপদেআছি বলেছেন: ইকবাল পারভেজ বলেছেন: সাংবাদিক বগল দাবা কইরা সব যায়গায় গিয়া স্টান্টবাজী কইরা কিছু ভোদাইকে কিছু দিন ভক্ত বানিয়ে রাখা যায়, আপনার পোস্ট তার প্রমান| এই লোক সরকারী চাকুরীজিবীকে চর থাপ্পর মারার মত জঘন্য কাজও করেছে| আচ্চা উনার ভাল কাজের ৫ টা উদাহরন দিন, দেখি কেন ওনি আপনার প্রিয় মন্ত্রী।

সহমত।

কাদের মিয়া এক দারুন অভিনেতা , angry young man :) তার কর্মকান্ড উপভোগ না কইরা উপায় নাই। জোকার দিয়া দেশ ভইরা গেল।

২৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

মহসিন আহমেদ বলেছেন: সহমত

৩০| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

ধ্বণি বলেছেন: উনি যা করছেনা এটা তেমন কিছুই না বলার মতো..........আমাদের আরো আনেক দরকার.....দেশের মানুষ ঠিক কতটা কষ্টে আছে এটা ভিতরে না গেলে বোঝা যাবে না.....শুধু শুধু এই সব Silly ব্যপার গুলা হাইলাইট করার কিছু নাই....এগুলা হলো ফালতু রাজনীতি বিদ দের Marketing.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.