নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mekailimroz

মিকাইল ইমরোজ

www.facebook.com/mekailimroz

মিকাইল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

অজ্ঞাতনামা: একটি জাতির দাসত্বের স্বপ্ন।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩



রাষ্ট্রের কর্তারা যখন বছর শেষে রেমিটেন্সের ফিরিস্তি দেন তখন তাদের মূখে ঝলক দিয়ে উঠে একরাশ দাসত্বের স্বপ্ন। যেন বাঙালীর জন্ম হয়েছে শুধু দাসত্ব করার জন্য। এ বছর কেন অন্য বছরের তুলনায় কম রেমিটেন্স এসেছে তা নিয়ে উদ্বেগে ফেটে পড়েন কেউ কেউ, "তবে কি আমরা দাস রপ্তানিতে পিছিয়ে পড়ছি অন্য দাস ব্যবসায়ী দেশের তুলনায়?" কেউ বলে উঠে এই দাসেরা হলো আমাদের দেশের "অর্থনৈতিক মুক্তিযোদ্ধা", নিমিষেই অবজ্ঞায় তার চেহারা হয়ে উঠে কুৎসিত। সেই দাসেরা মাঝে মাঝে লাশ হয়ে ফেরে, থোতলানো একতাল মাংশ হয়ে। তাতে রাষ্ট্রের কিছু আসে যায় না। সে সব দুঃখী লাশের গল্প 'অজ্ঞাতনামা'। এই চলচ্চিত্রে কোন জীবিত মানুষ মূখ্য হয়ে উঠতে পারে না বার বার জেগে উঠে লাশ, পর্দায় না দেখানো থোবড়ানো মাংশ। সেই দুঃখী মাংশের কোন নাম নেই, দেশ নেই অথবা আছে অনেক দেশ অনেক নাম, তবু মাংশগুচ্ছ চিরদনিই অজ্ঞাতনামা।

দারিদ্রতা বাঙালীকে দাস করে পাঠায় জাতভাই আমিরদের দেশে, পাড়ি দেয় বুকে সীমাহীন স্বপ্ন নিয়ে। দেশে একদিন রাজা হয়ে ফিরবে সেই স্বপ্ন মিলিয়ে যাওয়ার আগেই তারা শুনতে পায় আমির ভাইদের দেশে তারা মিসকিন, নিচু জাতের বাংলাদেশী মুসলমান। গরিবের আপনভাই ই হয়ে উঠে অচেনা মানুষ আর কোথায় তথাকথিত জাত ভাই? তারা বড় জোর পশু হয়, মিসকিনেরা হয় শিকার, নারীরা হয়ে উঠে বুভুক্ষ জাতভাইদের খাদ্য। দাসত্বের যে সামান্য পারিশ্রমিক, তা পাঠায় দেশের আপনজনের কাছে, বাড়ীতে উনুন জ্বলে, রাষ্ট্রের কর্তারা খুশিতে চিৎকার করে, তাদের স্বাধীনতার স্বপ্ন পূর্ণ হচ্ছে, দেশ সাবলম্বি হচ্ছে, কর্তারা হয়ে উঠছে টাকার কুমির। কিন্তু কিভাবে চলে সেই দাসদের জীবন অচেনা কোন দেশে? তবুও এদেশের কর্তা থেকে মেথর সবাই স্বপ্ন দেখে, একটি জাতির দাসত্বের স্বপ্ন, রেমিটেন্সের স্বপ্ন।

দাসত্বের জীবন শেষে অনেকে ফিরে আসে অনেকে ফেরে না, ফেরে তাদের লাশ। লাশ আসে নানা জটিলতায়। লাশ আবর্জনা হয়ে উঠে রপ্তানিকারক এবং অামিরদের কাছে। তবুও তারা ছুড়ে ফেলে না নর্দমায়, ফেরত পাঠায়। এমন লাশের খবর আসে জলাবদ্ধ এক চরে। জানা যায় লাশের যে নাম জানানো হয়েছে সে বেঁচে আছে। তাহলে মারা গেল কে? দালাল জানায় গলাকাটা পাসপোর্টে পাঠানো হয় অন্য জনকে। শেখ আব্দুল হাকিম নামে যে লাশ এসেছে তা মুলত এজারউদ্দিন প্রমানিকরে। প্রথমে মৃত্যুর খবর শুনে যে পরিবারটি কেঁদেছিল তারা থেমে যায় কাঁদে আসল লাশের পরিবার। লাশ আনতে যেতে হবে এয়ারপোর্টে, সদ্য সন্তানহারা পিতাকে এখন হতে হবে মিথ্যাবাদী নাটকবাজ অন্যথায় সে পাবে না তার ছেলের লাশ। রমজান দালাল ফেঁসে যায় কিন্তু দয়ালু ওসি তাকে খুব বেশি ফাঁসায় না। লাশের সব দায়িক্ত পড়ে তার ঘাড়ে। বাবা বাড়ীটুকু বন্ধক রাখে ছেলের লাশ আনার খরচ জোগাতে। রমজান দালাল নাটকের রিহার্সাল শুরু করে কিভাবে লাশ নেওয়ার সময় মিথ্যা বলবে, তা পেরে উঠে না সন্তানহারা পিতা, রমজান তাকে আক্রমন করে। রমজান দিশাহীণ হয়ে যায়, কোন বিচ্যুতি হলে সব কিছু ঘাড়ে এসে পড়বে এই আদম ব্যাপারির। ঠিক হয় লাশ নেওয়ার সময় কোন কথা বলবে না লাশের বাবা কিন্তু লাশের পশে চিৎকার করে বলে 'তার ছেলের নাম ও তার ছেলের নাম হারানোর দুঃখের কথা।' ঘুষ দিয়ে বিমানবন্দরের কর্মকর্তাকে শান্ত করে রমজান, ফিরে আসে গ্রামে। তারপর জানা যায় লাশের খৎনা হয়নি, গায়ের রং কুচকুচে কালো। এই লাশ অন্য কারো, অন্য কোন দেশের, অন্য কোন ধর্মের। লাশটি আবারো হয়ে উঠে নামহীন। কাঁধের উপর অজ্ঞাত লাশ আর সন্তানের লাশ না পাওয়ার দুঃখে এগিয়ে চলে কাহিনী। বেড়ে চলে দুঃখ, অজ্ঞাত লাশের দুঃখ।

কে বইবে এই অজ্ঞাতের লাশ? প্রবাসী কল্যান, স্বরাষ্ট্র, পররাষ্ট্র কিংবা স্বাস্থ মন্ত্রানলয় সবাই ফিরিয়ে দেয় লাশ, পাঠায় একে অন্যের কাছে। এমনকি মর্গও এই লাশ নেয় না, নাম না জানা দাসের লাশ। এই দাসেরাই কি রেমিটেন্স পাঠায়? লাশ নিয়ে ফিরে যায় পিতা, একটি আশায়; আমার ছেলেও হয়তো সৎকারের মর্যাদা পাবে অন্য কোন পিতার হাতে। লাশ কারো নয়, সন্তানের লাশ শুধুই পিতার।



কাহিনী সাবলিল, সহজবোধ্য ও হৃদয়স্পর্শী। চোখে পড়ার মত কোন অসামঞ্জস্য নেই। নির্মাতার কোন বক্তব্য সেখানে নেই। স্বাভাবিকতার উপর নির্মাতা কিছুই চাপিয়ে দেন নি। অসাধারণ চিত্রনাট্য আর থমথমে নানা টুয়িস্ট আড়স্ট করে রাখার মত। অভিনয় অতুলনীয়। ফজলুর রহমান বাবু, শাহিদুজ্জামান সেলিম, মোশররফ করিম কিংবা শতাব্দী ওয়াদুদরা কখনো অভিনয় করেন না, এরা হয়ে উঠেন বাস্তব মানুষ; যারা আমাদের সাথে থাকে, যারা সাধারণ আবার অসাধারন।

চলচ্চিত্রের নামঃ অজ্ঞাতনামা
নির্মাতাঃ তৌকির আহমেদ
হতভাগা চলচ্চিত্রটির দেশঃ বাংলাদেশ

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:



বৈদেশিক চাকুরীর মন্ত্রনালয় আছে, দেশে চাকুরীর মন্ত্রনালয় নেই; দাস ব্যবসায়ীদের দেশ, দাস ব্যবসায়ীদের সরকার।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

মিকাইল ইমরোজ বলেছেন: ঠিক বলেছেন।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: মিকাইল ইমরোজ,




"লাশ কারো নয়, সন্তানের লাশ শুধুই পিতার।"

পড়ে মনে হলো বেশ ঋজু বক্তব্য নিয়ে করা চলচ্চিত্র ।




১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬

মিকাইল ইমরোজ বলেছেন: এই কথাটা আমার। আমার উপলব্ধি থেকে লিখেছি। তবে হ্যা ছবিটি দেখলে পিতার মন পড়তে পারবেন।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিন্ন করে সত্যকে তুলে ধরার এউ শূণ্যতায় বেশ শক্তিশালী বক্তব্য আছে বোঝা গেল!

দেখতে হয় ...

ভাল লাগল জেনে।শুভেচ্ছা।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১০

মিকাইল ইমরোজ বলেছেন: ধন্যবাদ

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছবিটা ভালোই হয়েছে। বিদেশী সিনেমার মত একটা বিষয় নিয়ে সিনেমার গল্প শেষ হয়েছে। এক বসাতে দেখার মত ছবি...

১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৬

মিকাইল ইমরোজ বলেছেন: ঠিক বলেছেন। আমিও এক বসাতেই ছবিটা দেখেছি। নড়াচড়া করার সুযোগও পাইনি।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

রাতু০১ বলেছেন: হতভাগা চলচ্চিত্রটির দেশঃ বাংলাদেশ।

আফসোস শুধু বাড়ে।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিটি দেখবো।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

মিকাইল ইমরোজ বলেছেন: আশা করি উপভোগ করবেন।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০১

শরিফ৭১ বলেছেন: আমার কাছে একটা জায়গায় অসামঞ্জস্য লেগেছে। তা হচ্ছে ওসি সাহেবের উপরে কি ওই এলাকায় আর কোন অফিসার নাই? জেলার এসপি ডিসি কি সব ছুটিতে ছিল নাকি যে লাশ নিয়ে মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে ঘুরতে হচ্ছে!! ছবি নিঃসন্দেহে চমৎকার। অভিনয় নিয়ে বা পরিচালনা নিয়ে কিচ্ছু বলার নাই। অসাধারণ একটা ছবি।

৮| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩২

মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: দারিদ্রতা বাঙালীকে দাস করে পাঠায় জাতভাই আমিরদের দেশে, পাড়ি দেয় বুকে সীমাহীন স্বপ্ন নিয়ে। দেশে একদিন রাজা হয়ে ফিরবে সেই স্বপ্ন মিলিয়ে যাওয়ার আগেই তারা শুনতে পায় আমির ভাইদের দেশে তারা মিসকিন, নিচু জাতের বাংলাদেশী মুসলমান। গরিবের আপনভাই ই হয়ে উঠে অচেনা মানুষ আর কোথায় তথাকথিত জাত ভাই? তারা বড় জোর পশু হয়, মিসকিনেরা হয় শিকার, নারীরা হয়ে উঠে বুভুক্ষ জাতভাইদের খাদ্য। দাসত্বের যে সামান্য পারিশ্রমিক, তা পাঠায় দেশের আপনজনের কাছে, বাড়ীতে উনুন জ্বলে, রাষ্ট্রের কর্তারা খুশিতে চিৎকার করে, তাদের স্বাধীনতার স্বপ্ন পূর্ণ হচ্ছে, দেশ সাবলম্বি হচ্ছে, কর্তারা হয়ে উঠছে টাকার কুমির। কিন্তু কিভাবে চলে সেই দাসদের জীবন অচেনা কোন দেশে? তবুও এদেশের কর্তা থেকে মেথর সবাই স্বপ্ন দেখে, একটি জাতির দাসত্বের স্বপ্ন, রেমিটেন্সের স্বপ্ন

অসাধারণ.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.