![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. The Qur'an is the Most Influential, Most Powerful, Most Memorized, and Most Followed Book on the planet Earth।Find out why @ LinguisticMiracle.com ২: I believe A little science leads one away from God, a great deal of science leads one back to Him ৩: I will make the most of everything in life, because life is no rehersal... So if i love someone, i will tell them, if im upset with someone, i will forgive them and if anyone chooses to love me in return, i will be most certainly grateful, and show them everyday for as long as i am capable to do so, how much it means to me
লেখা কি জীবন বাঁচাতে পারে?- আনিসুল হকের ফেসবুকের একটি লিখায় তিনি যারা ভোর এনেছিল-- এই গল্পটা লেখা শেষ করার আগে মরতে চান না সেটি প্রকাশ করে একটি স্টেটাস দেন সেখানে রিমন কান্তি নামে একজন আসিফের বিষয়ে আনলে রিমনের সাথে আমার যে মন্তব্য আদান প্রদান হয় এবং মুক্তচিন্তা বিষয়ে মতামত।
Rimon Kanti Biswas একটা অপ্রাসঙ্গিক কথা জিজ্ঞেস করবো আপনাকে। জানি উত্তর পাবোনা। তবুও। আসিফ মহিউদ্দিনকে নিশ্চয় চেনেন। এই স্ব-ঘোষিত নাস্তিক ব্লগার কয়েকদিন আগে সন্ত্রাসী হামলার শিকার হোন। কিন্তু আমাদের সুশীল সমাজ এবং পত্রিকাওয়ালারা খুব সুন্দরভাবে এই বিষয়টা এড়িয়ে গেছে। যেখানে পাকিস্তানী কোন প্লেয়ার টুশ করে একটা শব্দ করলেও প্রথম আলোয় চলে আসে, সেখানে একজন ব্যক্তি নাস্তিক বলেই তাদের এই নিরবতা! খুর লজ্জা পেয়েছি যখন ভারতের নামকরা পত্রিকাগুলোতে এটা ফলাও করে ছাপিয়েছে, কিন্তু আমাদের পত্রিকাগুলো চোখ বন্ধ করে রেখেছে। আসলে আমাদের সবকিছুই লোক দেখানো।
আমি: @rimon kanti biswas : আসিফ যে চুরি করা পোস্ট লিখতো সেটা জানেন, নাস্তিক মানেই কি ইসলাম নিয়া গালাগালি ? আসিফের মোটিভ আগেও ভালো ছিলোনা শাহবাগে এর আগেও আসিফ জুতা খেয়েছে কেন খবর নিয়ে দেখেন। সো না জেনে খবর ছাপানোর কোন মানে নেই, সামহ্য়্যার ব্লগের ঐ স্টিকি পোস্টের কমেন্ট গুলো দেখেন, আর ইন্ডিয়া বা আমেরিকার কিছু পেপারতো চায়ই বাংলাদেশকে মৈলবাদি ও তালেবানি রাস্ট্র হিসেবে দেখাতে তাতে তাদের যে লাভ আছে সেটা আর বলার প্রয়োজন নেই সবাই জানে। দেখেন রিচার্ড ডকিংস এর ব্লগে Click This Link ওরা লিখেছে Saha said, adding that friends of Mohiuddin who were with him at the time of the attack blamed Islamic "fundamentalists". by AFP posted on January 15, 2013 07:30PM GMT কে মারলো কারা মারলো কেইস/জিডি হওয়ার এবং তদন্তে কিছু বের হওয়ার আগেই দোষ ইসলামিক ফান্ডামেন্টালিস্ট।
Rimon Kanti Biswas বলেছেন গত কয়েকদিনের ফেসবুকের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ব্যক্তি আসিফ। আর একজন মানুষের উপরই হামলাটা হয়েছে। এবং সেই ঘটনাটা কারো অজানা নয়। হামলাটা আমার কিংবা আপনার উপরও হতে পারে। আমেরিকান বিভিন্ন অনলাইন পত্রিকাতেও খবরটি এসেছে। কারো মতের সাথে অমিল থাকলেই বুঝি তাকে চাপাতি দিয়ে কোপাতে হবে! @MR. HASAN
@ Rimon Kanti Biswas রিমন কান্তি দা আমি কি বলেছি মতের অমিল থাকলে তাকে কোপানো আমি সমর্থন করি? কিন্তু কেউ একজন কোপ খাইলেই যে পেপারে শীরোনাম হবে তার বিরোধী আমি কারন পেপার সারা দেশের মানুষ পড়ে তারা তো জানেনা আসিফ ধর্ম বিদ্বেষি, ইসলামকে হেয় করে যা ইচ্ছা তাই লিখেছে, এই রকম চোট্ট একটা ভুল প্রথম আলো করেছিল মোহাম্মদ (সঃ)এর নাম কে নিয়ে ব্যংগ কৈতুক তার জন্য কি হয়েছিল সবাই জানে সম্পাদক বায়তুল মোহারম মাসজিদের খতিবের কাছে মাফ চাওয়া।
মুক্তচিন্তার লেখক কখনো অন্যকে গালি দিবেন না তিনি যুক্তি ভিত্তিক কথা বলবেন আসিফের মত হিট ব্লগার সেলিব্রেটি হওয়ার জন্য সাধারন মানুদের বিস্বাস নিয়ে যা তা বলা কোন যুক্তি ছারা মুক্তচিন্তার আওতায় পড়ে না।
মুক্তচিন্তা আর বাক স্বাধিনতা মানে কি মতের "কিছু অমিল" হলে : একজনকে " কুত্তার বচ্চা" বলে গালি দেওয়া । মত প্রকাশের স্বাধিনতা মানে I disapprove of what you say, but I will defend to the death your right to say it. বলেছিলেন লেখক Evelyn Beatrice Hall, (1868 – after 1939), who wrote under the pseudonym S.G. Tallentyre, was an English writer।
আর হ্য ঐ যে বাক স্বাধীনতার যে কথাটা কোট করলাম সেটা আমি মানি আসিফ কে হামলা কারীর বিচার চাই, ঠিক যেভাবে বাংলার হাজার মানুষ নরী অত্যাচারিত হচ্ছে তাদের জন্য যেমন ন্যায় বিচার চাই আসিফের জন্যও তবে তাকে সেলিব্রেটি বানানো বা তার বিষয়কে হাইলাইট করে বাংলাদেশে কোন গ্যন্জাম চাই না। তাকে মানুষ হিসেবে সম্মান করতে পারি ওর সাথে ব্লগে আমার ও কম বিতর্ক হয় নি তবে তাই বলে ওকে কখনো মারতে যাইনি ওকে যুক্তি দিয়ে ওর প্রশ্নের উত্তর দিয়েছি,
এখানে আমি ব্লগার মাহমুদুল হাসান কয়রোর সাথে একমত যে ঘটনা যাই হোক পিছন থেকে আঘাত করা খুবই কাপুরুষতা আর আইন নিজের হাতে তুলে নেয়া খুবই অন্যায়। মানুষের ধর্ম বিশ্বাসকে আঘাত করা প্রচলিত সব আইনেই নিষেধ। জাতীসংঘের একটি ধারাতেও স্পষ্ট শর্ত করা আছে যে, কোন ধর্মের লোকই অন্য কোন ধর্মের বিশ্বাস নিয়ে কটুক্তি করতে পারবে না।
এখন আমি আপনার সাথে মতের মিল না হওয়া সত্বেও আপনার কথাবলার অধিকার দিয়েছি মানে বাকস্বাধীনতা দিয়েছি তাই বলে আপনি আমার বিশ্বাস কে অপমান করতে পারেন না , আমার বিশ্বাসের সাথে আপনার মিলেনা তাই আপনি প্রশ্ন করতে পারেন আমার বিস্বাস নিয়ে তবে অপমান একদম নয় সেটা হবে বাকস্বাধীনতার নামে বাকঅত্যাচার, হিপোক্রেসি, শিক্ষার চরম অপমান,
আর লেখা জীবন বাচাতে যেমন পারে ঠিক তেমনি জীবন নিতেও পারে, লেখার জন্যই কেহ হয় বিখ্যাত আর কেহ হয় কুখ্যত কারন লেখা সেটাইতো সবচেয়ে বড় অস্ত্র মানুষের যা দিয়ে বিপ্লব হয় পরিবর্তন হয় আবার হতাশ ও হয়।
আর আসিফ মহিউদ্দিনের আসল নাম নাকি বিদ্যুৎ কুমার ভৌমিক!আমি ঠিক শিউর না তবে কেউ শিউর হলে জানাতে পারেন আর আসিফের কুকির্তী জানতে দেখেন অনেকে এই পোস্ট সমুহে দিয়েছে চেক করে নিতে পারেন Click This Link বা এইটা http://www.nagorikblog.com/node/8749
আর আনিসুল হকের কাছে বিনীত ভাবে ক্ষমা চাচ্ছি ওনার পেইজে অন্যজনের জীবনের গল্প বলছি বলে। কারন রিমন প্রশ্নটা আনিসুল হক কে করেছিল আর ওনাকে (আনিসুল হককে) ভাল লাগে বলেই রিমন কান্তিকে জবাব দেয়া।
আর ব্লগারদের কাছে ক্ষমা চাচ্ছি যদি কারো আর আসিফ নিয়ে পোস্ট ভাল না লাগে আমিও চাইনি এসব নিয়ে লিখবো কিন্তু তারা তো বসে নেই ইসলামিস্ট নাম দিয়ে সারা বিশ্বে ছরিয়ে ছিয়েছে তাই আমি কি করে চুপ থাকি আফটার অল মুক্ত চিন্তা বা বাকস্বাধীনতা বলে একটা কথা আছে না
পরিশেষে একটা কথাই ইসলাম আমাদের বলেছে মধ্যপন্থি হতে সেটাই উত্তম তাই যারা মধ্য পন্থি যারা আলোচনা করে তাদের স্বাগতম আর যারা ক্যচাল প্রিয় তাদের জন্য উগ্রপন্থি সর্বদা পরিত্যজ্য সে ইসলামি হোক আর মুক্তমনা হোক... Peace cannot be kept by force. It can only be achieved by understanding- Albert Einstein
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
মেলবোর্ন বলেছেন: ধন্যবাদ আপনার পোস্টটা পড়েছি
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
রাতুলবিডি২ বলেছেন: নিজেকে খোদার চেয়ে শক্তিশালী দাবী করা আসিফ Click This Link
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
wrongbaaz বলেছেন: হাচিপ মগা**দার জন্য আরিচা ঘাটের বদনা উতসর্গ করলাম, ওর গোমুত্র সেবনে আরোগ্য দীর্ঘায়িত হোক, বাংলা ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম নাস্তিকতার আক্রমন থেকে মুক্তি পাক।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
মেলবোর্ন বলেছেন: যাহা আপনাদের ইচ্ছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
রাতুলবিডি২ বলেছেন: আসিফের কাছে বাবা-মেয়ে বা মা-ছেলে যৌন সম্পর্ক স্বাভাবিক Click This Link