![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. The Qur'an is the Most Influential, Most Powerful, Most Memorized, and Most Followed Book on the planet Earth।Find out why @ LinguisticMiracle.com ২: I believe A little science leads one away from God, a great deal of science leads one back to Him ৩: I will make the most of everything in life, because life is no rehersal... So if i love someone, i will tell them, if im upset with someone, i will forgive them and if anyone chooses to love me in return, i will be most certainly grateful, and show them everyday for as long as i am capable to do so, how much it means to me
এরা জানে না, ব্লগ কি?? এরা এদের নেতাদের দ্বারা ভুল পথে পরিচালিত হয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আপনারা আগে জানুন, বুঝুন, তারপর আন্দোলনে নামুন। সতর্ক থাকুন আপনাদেরকে যেন কেউ ব্যবহার না করতে পারে।
হেফাজতে ইসলাম যে জামাত ও বিএনপির সেই অডিও শুনতে আসুন বাংলা লিকস পেইজে ৪টা অডিও ফাইল আপলোড করা হয়েছে
https://www.facebook.com/Bangla.Leaks.page
সাউন্ডক্লাউডঃ http://soundcloud.com/bristi-balika/sets/hib
ইউটিউব প্লেলিষ্টঃ Click This Link
ফেইসবুক ভিডিওঃ হেফাজতে ইসলামীর কর্মপন্থাঃ
Click This Link
আমাদের নবী বলে লংমার্চ করেছিল নতুন হাদিস শুনাইল --লং মার্চ নাস্তিকদের কর্মসুচি কিনা এই প্রশ্নের জবাবে ইসলামের হেফাজতকারী আল্লামা শফী বলেন-" হযরত মুহাম্মদ (সা।)মক্কা থেকে মদীনা পর্যন্ত লং মার্চ করেছিলেন নাউজিবুল্লাহ"
হিজরত শব্দের অর্থ-— দেশান্তর বা মাতৃভূমি ত্যাগ। উল্লেখ্য বিধর্মীদের অত্যাচারের কারণে মুসলমানরা ধীরে ধীরে মক্কা থেকে মদিনায় চলে যান। ৬২২ খ্রিষ্টাব্দে আল্লাহ'র নির্দেশ আসার পর, তিনি হজরত আলী-কে ডেকে, তাঁরে শয্যার উপর চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে নির্দেশ দেন এবং রাতের অন্ধকারে হজরত আবু বকর সিদ্দিকী (রাঃ)-কে সাথে নিয়ে মক্কা ত্যাগ করেন।
ইসলাম ব্যবসায়ী এরা , এদের মুখোশ খুলে দিন
শেয়ার করুন http://on.fb.me/14TlqmJ
নিজের মনকে একবার প্রশ্ন করুন "আমি কি আল্লাহ্র রাস্তায় আছি???"
একবার ভাবুন," আমার মহানবী(সাঃ) আমাকে কি শিক্ষা দিয়েছেন???"
একবার চিন্তা করুন, "আল্লাহ্ তায়ালা বাড়াবাড়ি সহ্য করেন না"
এই পোস্ট সধারন মাদ্রাসার ছাত্র বা মুসলমানদের বিরুদ্ধে নয় বরং যারা ইসলাম হেফাজতের কথা বলে নেতৃত্ব দিচ্ছেন তাদের নিয়ে তাদের মুল উদ্দেশ্যের বিষয়ে সন্দিহান। সাধারন মুলমান সেখানে গিয়েছিল আমাদের নবী (সঃ) প্রতি সম্মান জানাতে ঠিক যেমন সাধারন বাংগালি গিয়েছে শাহবাগে ৭১ এ হত্যার বিচার চাইতে। শাহবাগে যেমন ডান বাম লীগ আস্তিক ও নাস্তিক সবাই ছিল সেইভাবে হেফাজতে মাওলানা,ঈমাম, ছাত্র সাধারন মুসলমানের সাথে জংগি হরকতুল জিহাদ, জামাত শিবিরের লোকও ছিল সেই সাধারন মানুষ বাদ দিয়ে মুল মানুষ যাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান তাদের জন্য এই পোস্ট আর কোথাও যদি আমি ভুল তথ্য দিয়ে থাকি তবে অবশ্যই জানাবেন মানুষ মাত্রই ভুল হতে পারে।
"Born To Dare" A Bangla Leaks! Production
“অবিশ্বাসকৃতদের মূল্যায়নের জন্য সকল তথ্য প্রকাশে আমরা দৃঢ়-সংকল্পবদ্ধ”
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০
মেলবোর্ন বলেছেন: রায়হান ভাই আপনার লেখার ভক্ত বলতে পারেন আর ইসলাম বিদ্বেষের বিপক্ষে সবসময়, থাবা বাবা বা অভিজিৎ বা আসিফ যাই বলেন এরা সবাই একই , এদের আগে প্রশ্রয় দেয়া হয়েছে বলে আজ এই অবস্থা আর এরা তো কয়েক বছর ধরেই লিখছিল তখন কেন ধার হয়নি
এবং নারী বিষয়ে আমার এই পোস্ট দেখতে পারেন নারী ও ইসলাম- আসুন দেখি সত্যের চোখে Click This Link
যাই হোক সাধারন মানুষদের এভাবে ভুল বুঝিয়ে সকল ব্লগারদের প্রতি বিদ্বষের বিষয়ে আপনিও মনে হয় ব্লগার হিসেবে একমত হবেন না
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭
ibnhasan বলেছেন: ঐ মিয়া, ফাইজলামী পাইছো!! ওরা দুই একজন স্পেলিং ভুল করতেই পারে, কিন্তু ওদের মর্যাদা তোমার মত অপদার্থের চেয়েও বেশি।
এরা জানে না ব্লগ কি!!! শুদ্ধতার কথা যদি বলো তবে তো তোমার 'কি' এ মধ্যেই বিশাল বড় ভুল রয়েছে।
"যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না হয় না তবে সেই প্রশ্নের ক্ষেত্রে "কী" ব্যবহৃত হয়।
যে ছবিটা দিয়েছ, ফটোশপে তারচেয়ে জীবন্ত ছবি তৈরীর অভিজ্ঞতা রয়েছে আমার।
আর বাংলা লিকস্! ভিজুয়ালাইজেশন বুঝো??? এর মাধ্যমে অনেক কিছুই করা যায়। এর মাধ্যমে হুবহু তোমার ভয়েজে একটা স্ক্যান্ডাল তৈরী করাটা কঠিন কোন কাজ হবে না।
আবার দেখি তোমার লিংকস্ এ তো দেখছি একটা আইটি ওয়েব লিংক দেয়া আছে ।
ব্লগ চিনাইতে আইছে! আমি তো হেফাজতে ইসলামের একজন, আসো! আমারে একটু চিনাইয়্যা যাও...
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
মেলবোর্ন বলেছেন: হ্য ভাই আপনার তারচেয়ে জীবন্ত ছবি তৈরীর অভিজ্ঞতা রয়েছে ফটোশপে সেটা খাটি সত্য কথা বলেছেন যেমন সাইদিরে চাদে বসাইছিলেন ফটোশপ কইরা তার জন্য তো ধন্যবাদ দিতেই হয়। আর কাবা শরিফের গিলাফ চরানোটারে যে ভুল জায়গার ফটোশপ করইরা ধরা খাইছিলেন সেই রকম অভিজ্ঞতা--
আমার লিংকসে আইটির ওয়েব লিংক থাকলে সেটাতে আপনার কি অসুবিধা বুঝলাম না -- আপনি অভিজ্ঞ মানুষ একটু বুঝায়া বলবেন কি?
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০
মেঘ বলেছে যাব যাব বলেছেন: আপনে মনে হয় ব্লগের জনক
ওদের এত ছোট ভাবেন কেন দাড়ি-টুপি আর মাদ্রাসায় পড়ে তাই।
আচিপ কুত্তারা যা লিখে তাকে কি ব্লগিং বলে। আমার মনে হয় ওরা ব্লগে না লিখে চটি লিখলে অনেক খ্যাতি অজন করতে পারতো ।
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬
মেলবোর্ন বলেছেন: আবাও ভিন্ন প্রসংগ মগা আসিফের সাথে এই সামু ব্লগেই ওর অনেক পোস্ট আমি ওর বাজে লিখার প্রতিবাদ করেছি সত্য জানিয়ে । আর দাড়ি-টুপি আর মাদ্রাসায় আমার বাবা ও ভাই ও পড়েছে সো না জেনে মন্তব্য করবেন না তাদের ছোট ভাবার কোন কারন নেই, কেউ ভুল করলে সেটা ধরিয়ে দেয়া সকল ঈমানদারের কর্তব্য।
ব্লগের জনক কে জানতে এইখানে পড়তে থাকেন Click This Link
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
সত্য কথা বলি বলেছেন: তারা হয়তো ইংরেজি জানে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে বাংলা ব্লগে বাংলা লেখা পড়ার জন্য ইংরেজি জানার দরকার পড়ল কোথায় ! জামাতের সাথে কওমী আলেমদের আদর্শিক দ্বন্দ্ব ঐতিহাসিক, এটা সবাই জানে । আপনারা অবলীলায় মিথ্যা বলে যাচ্ছেন কেন ? গতকাল এক নাস্তিক বললো বিল গেটস নাকি নাস্তিক ! পরে হাতেনাতে ধরিয়ে দিলাম। দেখে নিতে পারেন ১৪ নং মন্তব্য
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩
মেলবোর্ন বলেছেন: ইংরেজি জানেনা ভাল কথা বাংলা তো জানে একটু খোজ নিলেই জানতে পারতো ব্লগ কি? তারা যদি ব্লগ বিষয়ে না বুঝে না জেনে সবাইকে নাস্তিক বলে সেটা ব্লগার হিসেবে আপনার ও আামর উপরও দোষ বর্তায় আল্লাহ তো কাউকে না জেনে দোষি সাবস্ত্য করতে বলেন নি কয়েকজন খারাপ মানে সবাই খারাপ না তাহলে দাড়ি টুপি পড়া সাবাই কে রাজাকার বলা যায় ফলাফল আবার বাবাও রাজাকার হয়ে যাবে শুধু দাড়ি টুপি থাকার কারনে। বিষয়টা ভেবে দেখবেন আশাকরি। আর আপনারা অডিও ফাইল গুলো শুনে দেখেছেন কি নাকি না শুনেই বলছেন মিথ্যা বলছি?
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪
মেঘ বলেছে যাব যাব বলেছেন: সত্য কথা বলি বলেছেন: তারা হয়তো ইংরেজি জানে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে বাংলা ব্লগে বাংলা লেখা পড়ার জন্য ইংরেজি জানার দরকার পড়ল কোথায়
সহমত।
বাংলা বানান ভুল করলে আপনি বলতে পারতেন।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
প্রকৌশলী আতিক বলেছেন: পোষ্টের কন্টেন্টের সাথে সাংঘর্ষিক আমার মতামত।
They don't Know the spelling of Blogger, they don't know what is blogging
Do you think, it’s very important for them to know the English spelling of blog/blogger, to know what has been written by those atheists in Bangla?
Again, if I take it as original, we also use words like this, don’t we? u/bg/b4/……………………….then>thn/night>ngt……………………….
However, I am sure that this photo is a photoshoped one.
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১
মেলবোর্ন বলেছেন: আতিক ভাই ভিন্ন মত হতেই পারে তবে তারা যদি ব্লগ বিষয়ে না বুঝে না জেনে সবাইকে নাস্তিক বলে সেটা ব্লগার হিসেবে আপনার ও আামর উপরও দোষ বর্তায় আল্লাহ তো কাউকে না জেনে দোষি সাবস্ত্য করতে বলেন নি কয়েকজন খারাপ মানে সবাই খারাপ না তইলে দাড়ি টুপি পড়া সাবাই কে রাজাকার বলা যায় ফলাফল আবার বাবাও রাজাকার হয়ে যাবে শুধু দাড়ি টুপি থাকার কারনে। বিষয়টা ভেবে দেখবেন আশাকরি।
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০
মেলবোর্ন বলেছেন: ছবি বা লেখায় ভুল তা মানলাম এবার আপনারা বলেন কতজন লোক ব্লগ সম্পকে জানে না জেনে সবাইকে নাস্তিক বলা যেমন ভুল তেমনি দাড়ি টুপি হলেই রাজাকার সেটও ভুল সবাই যে যাকে পারছে যা ইচ্ছআ বলছে ভাল ভাবে না জেনেই আর সেটাতেই বড় সমস্যা
৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
রিয়াজ৩৬ বলেছেন: লংমার্চ শেষ না হওয়া পর্যন্ত এরকম আরও গোবরপোষ্ট দেখতে পাবেন।
লেখক কে বলি. ভাই এরা মাদ্রাসা ছাত্র ইংরেজী না পারলেও কোরআন পড়তে পারে, ৫ বেলা নামায পড়ে, কেউ কেউ হাফেয এবং আল্লাহর কাছে আমার আপনার ইংরেজী জানা লোকের চেয়ে এদের মর্যাদা অনেক বেশি।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫
মেলবোর্ন বলেছেন: অবশ্যই রিয়াজ ভাই হাফেজদের মর্যাদা বেশি তবে আরো বেশি মর্যাদা যারা কোরআন বুঝে পড়ে ও মেনে চলে নিচের ৯নং কমেন্টে যেই আয়াত গুলো দিলাম আশাকরি আলেম/হাফিজ ভাইয়েরা তার অর্থ বুঝবেন। এই পোস্ট দেয়ার উদ্দশ্য এই মর্যাদান ভাইয়েরা যাতে ভুল লোকের ক্ষপ্পরে পড়ে ভুল কাজ না করে বসেন সেই হাফেজ দের দলে আমার ছোট ভাইও রয়েছে বিশেষ করে তার জন্যই এই পোস্ট টা দেয়া যাতে সে বুঝতে পারে ইসলাম রক্ষার নামে কাকে রক্ষা করছে তারা।
৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
মাহাদি হাসান বলেছেন: তারা শুধু এটুকু জেনেছে ব্লগে রাসূল হযরত মুহাম্মদ (সঃ) অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে কিছু ব্যক্তি, ভারচুয়াল জগতে যাদের সাধারন নাম ব্লগার। এখন এই ভারচুয়াল জগতের ব্লগারতো প্রমান দিতে পারে নাই যে তারা এই অপকর্ম করেনি। তাদের নামের বানান শুদ্ধ করে বলা এবং ব্লগ কি জিনিস তা জেনে নিয়ে আন্দোলন করতে হবে এটা কোথায় লিখা আছে। আর যদি তারা জানত যে ব্লগ আর ব্লগার কি তাহলেই কি তাদের আন্দোলনকে সঠিক মনে করতেন কিনা? যদি করেন তাহলে নিজেই শিখান, শিক্ষকতা খারাপ কিছু না। যদি মনের ভিতর বর্নবাদের শেখানো বুলি না থাকে। দাড়ি টুপিওয়ালাদের কিছু শেখাতে মানা করেছে কি কেউ? @মেলবোর্ন
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
মেলবোর্ন বলেছেন: দাড়ি টুপি ওয়ালা ভাইদের জন্য :
নাস্তিক ধরা না সরকারের কাজ না কোন মুসলমানের কাজ এ বিষয়ে কোরআনে পরিস্কার :
ক) কোরআনে সুরা আল মায়েদাহ সুরা নং৫ আয়াত নং ৩২ এ দেখুন
এ কারণেই আমি বনী-ইসলাঈলের প্রতি লিখে দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন। বস্তুতঃ এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে।
খ) সূরা আল ইমরান সুরা নং ৩) আয়াত ১৮৬ "অবশ্য ধন-সম্পদে এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরেকদের কাছে বহু অশোভন উক্তি। আর যদি তোমরা ধৈর্য্য ধারণ কর এবং পরহেযগারী অবলম্বন কর, তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার। "
গ) সূরা আন নিসা সুরা নং ৪ আয়াত নং ১৪০ " আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তা’ আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন।"
১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
মাহাদি হাসান বলেছেন: Peace cannot be kept by force. It can only be achieved by understanding- Albert Einstein
১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
আমরা তোমাদের ভুলব না বলেছেন: আপনে যান না, যেয়ে ব্লগার বানান শিখায় আসেন,
সব থেকে ভাল হয় আচিপ/শয়তান/থাবা এদের কে নিয়ে গিয়ে এই সব মুর্খকে শিখানোর জন্য।
অন্তত আপনার গিয়ানের আলোয় এদেরকে আলোকিত হবার থেকে বন্চিত কইরেন না, পিলিজ লাগে।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯
মেলবোর্ন বলেছেন: নারে ভাই আছিম/শয়তান/থাবা এদের নিব কেন আল্লাহই তো বলেদিয়েছেন কি করতে হবে আমার আলেম ভাইয়েরা যদি একটু কোরআন খুলে পড়তো নাকি ওনারা কোরআন বুঝে পড়েন না শুধু তোতা পাখির মত বলে যান।
ক) কোরআনে সুরা আল মায়েদাহ সুরা নং৫ আয়াত নং ৩২ এ দেখুন
এ কারণেই আমি বনী-ইসলাঈলের প্রতি লিখে দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন। বস্তুতঃ এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে।
খ) সূরা আল ইমরান সুরা নং ৩) আয়াত ১৮৬ "অবশ্য ধন-সম্পদে এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরেকদের কাছে বহু অশোভন উক্তি। আর যদি তোমরা ধৈর্য্য ধারণ কর এবং পরহেযগারী অবলম্বন কর, তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার। "
গ) সূরা আন নিসা সুরা নং ৪ আয়াত নং ১৪০ " আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তা’ আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন।"
১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬
মাহাদি হাসান বলেছেন: শাহবাগ আর হেফাজতের এ্যাসাইমেন্ট তো আমার নাই। কিন্তু এই দুই পক্ষ বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া জাতিকে আর কিছু দিতে পারবে না। এটা নিশ্চিত করেই বলা যায়। একপক্ষ আরেকপক্ষকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে আসছে তাতে এই দুই পক্ষকেই বুঝা দরকার বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব থাকবে কিনা আগামীদিনে। তাই দুই পক্ষের জ্ঞানের আলো কোথায় নিয়ে যাচ্ছে আমাদের তা সহজেই অনুমেয়। সস্তা নাস্তিকতা আর স্থুল আস্তিকতা নিয়ে বড়াই করে কি সালভেশন ড্রামাই না করছে বিজ্ঞ "আমরা তোমাদের ভুলবনা" আর হেফাজতীরা।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮
মেলবোর্ন বলেছেন: মাহাদি হাসান আপনার মত সচ্ছ ধারনা হয়তো সবার নেই। শাহবাগের মুল মন্চ ছারা যারা গিয়েছিল তারা কিন্তু নিজের মনের টানেই গিয়েছিন একটা আশা নিয়ে কিন্তু সেই আশা এখন মরিচিকা লাগছে। তবে সত্যের জয় হবেই আর মিথ্য চিরকালই বিতারিত হয়,
হয়তোবা এখনই নয় অন্য কোন সময় আল্লাহ ভাল জানেন
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সত্যের দাবীতে শেষ পর্যন্ত অনড় থাকতে পারে খুব কম মানুষ। শুদ্ধতাকে ধারণ করে রাখতে পারে খুব কম মানুষ।
আপনি কি জানেন,
আজকে আবারো ভয়ানকভাবে মুগ্ধ হলাম ভাই?
এই ভোরবেলা আল্লাহর কাছে মিনতি করি,
তুমি কিন্তু একে ওই মর্যাদা দিও যেটা তার প্রাপ্য। যেটা পাবার মত অটলতা তিনি দেখাতে পেরেছেন। অসহায়ত্বের দিন তাঁর মুখ উজ্জ্বল করো। আর এই পৃথিবীতেও দাও স্থির প্রশান্তি। ইসলাম মানেই প্রশান্তি, ইসলাম মানেই তোমাতে সমর্পণ।
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২
মেলবোর্ন বলেছেন: তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্নশীল
১৪| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০১
েশখসাদী বলেছেন:
আপনার কাছ থেকে এরকম অর্থহীন এবং অপমান জনক পোষ্ট আশা করিনি ।
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪
মেলবোর্ন বলেছেন: শেখসাদী ভাই রাসুল (সঃ) আপমান যারা করেছে তাদের বিচার চাই, ৭১এ যারা বাংগালি হত্য করেছে তাদের বিচার চাই, চাইনা দেশে আরাজকতা , হেফাজতে ইসলামের মুল দাবি নাস্তিকদের জন্য আমি বলি সেটা হোক ইসলাম বিদ্বেষীদের জন্য শাস্তির ব্যবস্থা করা সেটার সাথে একমত হলেও অনেক দাবি আছে যেগুলুর সাথে সাধারন মুসলমান হিসেবে আমি একমত নই, ঠিক শাহবাগে যেমন মুল মন্চের গুটি কয়েক জনের জন্য সবাইকে নাস্তিক ঠিক তেমনি হেফাজতের মুল নেতাদের জন্য সবাইকে ভুল বুজতে আমি চাই না। সাধারন মুসলমান সেখানে গেছেন ইসলাম রক্ষার জন্য ঠিক সেই ভাবে সাধারন বাংগালি শাহবাগে গিয়েছে ৭১ যুদ্ধপরাধিদের বিচারের জন্য মজলুমের পক্ষে আল্লাহ ও রাসুল (সঃ) সব সময় ছিলেন। সবার একটা ঐক্যমতে পৈছানো উচিৎ দেশটাকে যাতে কেহ অশান্তির পথে নিয়ে না যায় সবাইকে সেই ব্যপারে সচেস্ট থাকতে হবে।
শেখ হাসিনাকে গালি দিলে যেমন ১০০ মামলা হয় আমার রাসুল কে কেউ বাজে কিছু বললে তারও আইনের আওটায় আনা হোক এটাই দাবি ।
পরিশেষে আমি মানুষ ভাই ভুল আমারো হতে পারে আমি এই পোস্টে যেই অডিও লিংক ও সংবাদ বা যুক্তি দিয়েছি যদি সম্ভব হয় দেখান সেগুলো ভুল তবে আমি পোস্ট মুছে নিব। আর অনিচ্ছাকৃত ভাবে কস্ট দিয়ে থাকলে আগেই ক্ষমা প্রাথনা করছি।
১৫| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আজ মুনাফিকেরা তাদের জাত চিনিয়ে দিয়ে যাচ্ছে, আর এদের কথায় বাহবা দিচ্ছে কারা তা আমরা ভালোই জানি। এটার ভাবার কোনো কারণ নেই যে, এগুলো কোনো সময় প্রকাশিত হবে না। আজ হোক কাল হোক তা হবেই।
তখন এই দরবারী আলেমের দল আর এই জঘন্য মুনাফিকেরা কোথায় থাকে, তার শেষ দেখার প্রত্যাশায় রইলাম।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০
মেলবোর্ন বলেছেন: আল্লাহই ভাল জানেন মানুষের মনের খরব। সবাই একে অপরের প্রতিপক্ষ না হয়ে আনোচনার মাধ্যমে আমাদের সমস্যা গুলো সমাধান করতে পারি। রাজাকারের বিচার সেই সাথে ধর্ম নিয়ে কটুক্তি বিদ্বেষ যারা ছরায় তাদের ও আইনের আওতার আনা কতব্য যাতে সমাজে অশান্তি না ছরায়।
১৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই, রাসূল দ. বলেছেন, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো।
এই কথাটা যে অতি অসাধারণ, কোনদিন আমার মত অস্পৃশ্য সেটা উপলব্ধি করতে পারে নাই। আসলে তিনি সাইকোলজিক্যাল এমন একটা বিষয় তুলে ধরেছেন, যা আমাদের চোখে অধরা।
দেখুন, মানুষ কিন্তু ধারণাতাড়িত। যে ধারণা সে সংগোপনে বা প্রকাশ্যে লালন করতে থাকে, তাই তার ভিতরে বটগাছের ঝুড়ির মত মূল ঢোকাতে থাকে। আস্তে আস্তে ধারণা পরিণত হয় বিশ্বাসে, বিশ্বাস পরিণত হয় আচরণে। এবং তাই, ধারণা থেকেই মানুষ অপ-আচরণ করে।
আজকে আপনার সামনে কিছু কনফেশন করব।
এই কথাটাই আপনার ব্লগে গিয়ে বলে আসতে চাইছিলাম।
আমি, আর সব মানুষের মতই, ধারণার শিকার।
যখন দেখলাম ইসলাম নিয়ে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন,
তখন থেকে আপনার জন্য এক অন্যরকম টান। আর ভাবতাম, আহারে, কালকে যদি জামাত নিয়ে কথা ওঠে, এই মানুষটার সাথেই হয়ত আমার দ্বন্দ্ব হবে। খেয়াল করবেন, তখন আমি জামাত নিয়ে কিছু বলতাম না। কারণ, দুনিয়ায় এত অন্যায়, কোনটা রেখে কোনটার কথা বলি? তারচে নিজের মত থাকাই শ্রেয়তর।
তারপর ন্যায়বিচারের কথা সামনে এল। জামাতের কথা বলতে বাধ্য হলাম। না বললে দোষী রয়ে যাই।
কিন্তু যখন ওই ইসলাম নিয়ে যে কোন প্রশ্নের উত্তর পোস্টটার প্রয়োজনেই আপনি আমুব্লগে অ্যাকাউন্ট খুললেন, সেখানে প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত হলেন, তখন অবাক হয়ে দেখি, আপনি বলছেন, সরকারি দলে থাকা রাজাকার আর জামাতি রাজাকার, সবার বিচার চাই।
আমি আল্লাহর শুকরিয়া জানালাম। আর ভাবলাম, আপনি বিবেকবান মানুষ, সেই কারণে এতবড় কথা বলতে পেরেছেন। হয়ত আপনি নীতিগতভাবে তাদের সমর্থন করেন, কিন্তু তাদের একাত্তরের কাজটাকে সমর্থন করেননি। কারণ সবসময় একটা কথা বলে এসেছি আমরা, একাত্তরে তারা আসলে কোন হুইমজিক্যাল কাজ করেনি। একাত্তরে তারা আসলে কোন নীতির বাইরে কাজ করেনি। তাদের নীতিই এমন, তাই তারা এমন কাজ একাত্তরে করেছে, এখনো করছে, সারাজীবন করবে। কারণ, তারাও, আর সবার মত নীতিতাড়িত।
এরপর গণজাগরণ এল।
দেখলাম, জীবনে যে শব্দ উচ্চারণ করতে পারিনি, সেই শব্দ উচ্চারণ করছি। আহ্- জয় বাংলা! যে শব্দ ছিল কোন একটা পক্ষের নিজস্ব, তা আবার বাঙালির হয়ে এল।
তখন দেখি, আপনি বলছেন, জয় বাংলা! আমি অবাক হলাম। বুঝতে পারলাম, ধারণা করা পাপ। কারো সম্পর্কে ধারণা করা মানেও, তা যদি বাজে ধারণা হয়, তাহলে তা পাপ। কারণ, তাকে আমি অন্ধ জানছি। তার অধিকার নষ্ট করছি।
এ পর্যায়ে এসে আপনার প্রতি শ্রদ্ধা আমার এত বেড়ে গেল যে, মিলাদুন্নবী দ. নিয়ে একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টে আপনি প্রতিবাদ করাতে আমি পোস্টে আর আলোচনা করলাম না। কারণ, আপনার মত সৎ মানুষের সাথে তর্ক করি কী করে! থাক না, মিলাদুন্নবী আমার বিশ্বাস, আমারই বিশ্বাস হয়ে থাক, তাতে তো কারো ক্ষতি হচ্ছে না। বরং তর্ক করতে গিয়ে যদি আপনার বিশ্বাসকে আহত করে ফেলি! একেবারে বন্ধই করে দিলাম।
তারপর যখন দেখি হেফাজতে ইসলাম ইসু, আমি ভাবলাম, মেলবোর্ন ভাই হয়ত এখানে নিরবতা অবলম্বন করবেন। তিনি হয়ত ভাববেন, হেফাজত ভুল করছে, সালাফি-আহলে হাদিস-হিজবুতি-জামাতি-দেওবন্দীদের সাথে নিয়ে, তিনি হয়ত নিরবতা অবলম্বন করবেন।
আবারো দেখলাম, আমি পাপী। তিনি নিরবতা অবলম্বন করেন নাই। সত্য তাকে একচুল পিছনে সরাতে পারে নাই।
এই পোস্টে আপনাকে না দেখে ভাবলাম, আপনি হয়ত আমার কথার ধরণে আহত হয়েছেন। হয়ত আর সবার মত আপনিও মনে করছেন, আমি উদ্দেশ্যমূলকভাবে হেফাজতকে জেনারালাইজ করেছি। যদিও আমি উদ্দেশ্যমূলকভাবে হেফাজতকে জেনারালাইজ করিনি। যদিও আমি জানি, হেফাজতের নীতি ও ধর্মবিশ্বাস এমনি, তারা যতবার সুযোগ পাবে, ততবার ফণা তুলবে- এই দৃষ্টিভংগীর প্রতি ইংগীত করেই এই পোস্ট করেছি।
তারপর, এই পোস্টেও আপনার সমর্থন পেলাম।
এবং অবাক হয়ে দেখলাম, ধারণা করা পাপ। ধারণা করা পাপ।
আপনাকে অভিনন্দন।
মানুষ সম্পর্কে দৃষ্টিভঙ্গী আপনি আমার বদলে দিয়েছেন।
আপনি বলতে বাধ্য করেছেন, সত্য একটা আলো, এবং এই আলোতে পারস্পরিক দ্বৈততা নেই। বৈপরীত্য নেই। প্যারাডক্স নেই। সত্য এক, এবং তা জ্বলজ্বলে।
আমি আপনার কথা বারবার বাস্তব জীবনে বলি। বলি, মানুষ চিনিনি এখনো। আপনার মত মানুষের দেখা পেয়ে আমার জীবন সার্থক। আপনার ধর্মনীতি যাই হোক না কেন, আপনাকে পেয়ে আমি ধন্য।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
এস. এম. রায়হান বলেছেন: অফ টপিকে পড়ুন:
‘মুক্তবুদ্ধির চর্চা’র মোড়কে মুক্তমনা ব্লগে ইসলাম বিদ্বেষের মহোৎসব