নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

When the solution is simple, God is answering.

we need to read and understand the gift given to us, the QUR\'AN and spread the message of ISLAM , The love for your fellow human, the respect for WOMEN, making world a Better Place.

মেলবোর্ন

১. The Qur'an is the Most Influential, Most Powerful, Most Memorized, and Most Followed Book on the planet Earth।Find out why @ LinguisticMiracle.com ২: I believe A little science leads one away from God, a great deal of science leads one back to Him ৩: I will make the most of everything in life, because life is no rehersal... So if i love someone, i will tell them, if im upset with someone, i will forgive them and if anyone chooses to love me in return, i will be most certainly grateful, and show them everyday for as long as i am capable to do so, how much it means to me

মেলবোর্ন › বিস্তারিত পোস্টঃ

# কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব ১২ এবং এই গাছের কাছে যেওনা

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০





আল্লাহ আদম (আঃ) কে বলেন



وَيَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلاَ مِنْ حَيْثُ شِئْتُمَا وَلاَ تَقْرَبَا هَـذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ -- হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর। অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও তবে এ বৃক্ষের কাছে যেওনা তাহলে তোমরা গোনাহগার হয়ে যাবে। ---সূরা আল আ’রাফ সুরা নং ৭ আয়াত নং ১৯।



এখানে এ বা এই গাছের কাছে যেওনা বলতে আরবিতে হাদিহি আল সাজারাহ ( هَٰذِهِ )Haadhi*hi al-shajarah – THIS tree/ এই গাছ।



এর মাধ্যমে মহান আল্লাহ হজরত আদম (আঃ) কে বলেন এই গাছের কাছে যেওনা এই গাছ যার মানে বোঝাচ্ছে গাছটি আদম (আঃ) কে বেহেস্তে যেখানে আল্লাহ রেখেছিলেন তার খুব কাছেই ছিল।



যদি আল্লাহ বলতেন হে আদম -ঐ গাছের কাছে যেওনা বা আরবি শব্দ তিলকা ; ’tilka’ ( تلك ) ব্যবহার করতেন যা বোঝায় সেই । এখন আল্লাহ সেই গাছের কাছে যেওনা বললে বোঝাততো যে গাছটা দুরে ছিল আদম (আঃ) হতে।



দেখুন এই একটি শব্দ "এই" বা আরবিতে "হাদিহি" বোঝাচ্ছে আল্লাহ আদম (আঃ) পরিক্ষা করছিলেন গাছটা আদম (আঃ) বেহেস্ত যেখানে থাকতেন তার খুব কাছা কাছি রেখে। ঠিক যেমন আমাদের পরিক্ষা করেন এবং করছেন আমাদের ইচ্ছা/আকাক্ষাকে আমাদের কাছা কাছি রেখে, আমাদের কে ইচ্ছা অনুযায়ি কাজ করার ক্ষমতা দিয়ে।



এইযে আপনি এখন ইন্টারনেটে ব্লগ পড়ছেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ি আর এই আপনিই যদি চাইতেন ইন্টারনেটের মাধ্যমে এই সময়টাকে আপনি ব্লগ না পড়ে যে কোন খারাপ সাইটে বা বাজে কাজে সময়টাকে ব্যবহার করতে পারেন তো ইচ্ছাটা আপনার আর সেই ইচ্ছাই নির্ধারন করে আপনার আমার পরকালের শেষবিচারের ফলাফল।



আল্লাহ যেমন আদম (আঃ) এর কাছাকাছি নিষিদ্ধ গাছ দিয়ে পরিক্ষা করেছেন ঠিক সেভাবেই আপনি আমি পরিক্ষা দিচ্ছি আমাদের আশে পাশে খারাপনিষিদ্ধ বিষয়ের মাধ্যমে। আপনি চাইলেই খারাপ কাজ করতে পারেন আপনি ভাবুন আপনার এত কাছে চারিদিকে খারাপ কেন? সেটা ফুটে উঠেছে একটি শব্দ এই বা হাদিহির মাধ্যমে। আপনার চারপাশে হারাম, চুরি, ঘুষ, বেঈমানি, মিথ্যার ও খারাপ কাজের ছড়াছরি তাই আমাদের পরিক্ষা হলো আমরা আমাদের এত কাছে খারাপ বিষয় হতে কি করছি ? আমাদের ইচ্ছা কে আমরা কোন দিকে পরিচালিত করছি। ঠিক আদম (আঃ) এর গাছের মত আমাদের খুব কাছাকাছি রয়েছে শয়তান ও তার প্ররোচনা।



আর এত কাছে খারাপবা হারাম থাকলে মানুষের জন্য ধৈর্য্য ধারন করে যে ভালো থাকা অনেক কটিন আল্লাহ তা ভালোকরেই জানেন তাই তিনি কোরআনে ৯০ বার বলেন ধৈর্য্যের কথা আর যারা ধৈর্য্য ধারন করে তারাই সফলকাম সেই কথাও কোরআনে বহু বার বলা আছে।



আর আল্লাহ জানেন মানুষ শয়তানের প্ররোচনায় খুব সহজেই পড়ে খারাপ কাজ করে তাই আল্লাহ কোরআনে অনেক বার বলেছেন ক্ষমার কথা দেখুন সুরা আন নিসা সুরা নং ৪ আয়াত নং ২৫ এবং সুরা মায়েদাহ সুরা নং ৫ আয়াত নং ৭৪ এ। আর তিনি যে সঠিক বিচার করবেন সেটা পাবেন কোরআনের সুরা নং ৪ আয়াত নং ৪০ এ।



এই লিখার মুল অংশ নেয়া হয়েছে এখান হতে : Click This Link



মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

মাহিরাহি বলেছেন: Thanks

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

মেলবোর্ন বলেছেন: ধন্যবাদ মাহিরাহি ভাই সকল প্রসংসা একমাত্র আল্লাহর জন্য।

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

মুদ্‌দাকির বলেছেন: অসাধারন চিন্তা ++++++++

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪

মেলবোর্ন বলেছেন: ধন্যবাদ,

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

না পারভীন বলেছেন: সুন্দর ,মাশাআল্লাহ

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

মেলবোর্ন বলেছেন: আপু ভাল আছেন নিশ্চই!

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬

রুপ।ই বলেছেন: ভাল লেখেছেন। +++++

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫

মেলবোর্ন বলেছেন: ধন্যবাদ রুপ।ই

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪

আমিভূত বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রায়ই এভাবে আমাদের মাঝে কোরআনের জ্ঞান দিয়ে যাচ্ছেন ,আল্লাহ্‌ আপনাকে উত্তম প্রতিদান দিন ।
শুভ কামনা ।

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫

মেলবোর্ন বলেছেন: ধন্যবাদ আমিভুত ভাই আমাদের তো সকলেরই দায়িত্ব কোরআনের বানীর প্রচার ও প্রসার করা, এই পোস্টের মাধ্যমে আপনি জানলেন আপনার থেকে আপনার পরিবার পরিবার থেকে সমাজ সমাজ হতে রাস্ট্র এভাবেই তো সবাই সঠিক ও সুন্দরভাবে কোরআনের বানী প্রচার করা হবে আর এজন্য আপনি আমি আমরা সবাই সমান ভাবে দায়িত্ব প্রপ্ত। যতটুকু পারেন নিজের অবস্থান থেকে সবাই যদি একটু সচেস্ট হই তবে সত্য সাবর মাঝে ছরিয়ে যাবেই ইনশাআল্লাহ

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬

রেজোওয়ানা বলেছেন: সুন্দর ব্যাখা দিয়েছেন.....

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০

মেলবোর্ন বলেছেন: ধন্যবাদ আপু আমার ক্ষুদ্র জানার পরিধি হতে চেস্টা করেছি মাত্র। আর আপনাদের অশেষ ধণ্যবাদ কারন ইসলামের বানী আল্লাহ প্রদত্ত কোরআনের প্রচারে নারীদের অবদান যথেস্ট গুরুত্ব পুর্ন।

ইসলামে প্রথম মুসলিম নারী খাদিজা (রঃ) হজরত মোহাম্মদ (সঃ) এর প্রথম স্ত্রী যিনি সর্বদা মোহাম্মদ (সঃ) এর পাশে ছিলেন , প্রথম শহীদ নারী সুমাইয়া ইসলাম প্রচারের শুরুতে যারা রাসুলের (সাঃ) আহবানে সাড়া দিয়েছিলেন, সুমাইয়া তাদেরই একজন| সুমাইয়ার নারীদেহ ভংগুর, স্পর্শকাতর, কিন্তু আত্মা তার অজেয়| বক্ষে তার বিশ্বাস-ঈমানের দুর্জয় শক্তি ও সাহস|, সবচেয়ে বেশি হাদিস বর্ননা কারী নারী আয়েশা (রঃ)। যা দেখা যাচ্ছে ইসলামে নারীর সম্মান ও অবদান কখোনোই কম ছিলোনা সেটা কবি নজরুল ঠিকই বুঝেছিলেন তাইতো তিনি লিখে যান "কোন কালে হয়নি কো জয়ী পুরুষের তরবারী প্রেরনা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী"-- কাজী নজরুল ইসলাম

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

বাঙাল শিক্ষক বলেছেন: জাযাকাললাহু খইরান! খুবই সুন্দর ব্যাখা।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭

মেলবোর্ন বলেছেন: আলহামদুলিল্লাহ সবই আল্লাহ পাকের ইচ্ছা।

৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭

পণ্ডিত মশাই বলেছেন: ভালো লাগলো

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

মেলবোর্ন বলেছেন: আপনাদের ভালো লাগলেই লেখায় অনুপ্রেরনা পাওয়া যায়। ধন্যবাদ পণ্ডিত মশাই

৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ভাল লাগল।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

মেলবোর্ন বলেছেন: ধন্যবাদ তন্দ্রা বিলাস।

১০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

আশা-নিরাশা বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগলো। ব্লগ অশ্লীলতা-অসামাজিকতার আলোচনাস্থল না হয়ে ইসলাম নিয়ে আলেচনাময় হয়ে উঠুক---এই কামনায় এরকম লেখনী নিয়মিত হওয়া উচিত। ধারাবাহিকতা থাকা উচিত। ধৈর্য অবলম্বন করা উচিত।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

মেলবোর্ন বলেছেন: ধন্যবাদ আশা নিরাশা । একটু যোগ করি ব্লগ হচ্ছে সামাজিক ভাব প্রকাশের প্লাটফর্ম সমাজে যেমন বিভিন্ন মতের ধর্মের মানুষ থাকে ব্লগেও ভিন্ন মতের ধর্মে বিভিন্ন বিষয়ের পোস্ট থাকবে, সমাজে যেমন ভাল মানুষ যেমন আছে খারাপ মানুষও আছে তেমনি ব্লগেও ভাল খারাপের মিশ্রন পাবেন, তাই ব্লগ শুধু ইসলাম কেন ব্লগ হোক সকল মতের মিলন মেলা। ইসলামে বলা হয়নি শুধু ধর্ম নিয়ে থাকতে আপনার সমাজ পরিবার ও রাস্ট্রের বিষয়েও আপনার আমার সকলের দায়িত্ব কর্তব্য রয়েছে। একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আমাদের সামগ্রিক উন্নয়ন করা তার জন্য আমাদের সকল বিষয়ে আলোচনা চালিয়া যাওয়া গুরুত্বপুন আর ব্লগ আমাদের জন্য সেই কাজটা সহজ করেছে ।

আর এমন লিখা আরো পড়তে ব্লগে আমার # কোরআনের ভাষাগত সৌন্দর্য: পুববর্তী পর্ব সমুহ পড়তে পারেন।

১১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাল পোস্ট। ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩

মেলবোর্ন বলেছেন: ধন্যবাদ। নাজিম-উদ-দৌলা

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

জাকারিয়া মুবিন বলেছেন:

ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।

চমৎকার পোস্ট।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

মেলবোর্ন বলেছেন: ব্যস্ততা কমলে না হয় ব্লগে ঘুরে যাবেন পোস্টতো আর চলে যাচ্ছে না সময় করে দেখে নিবেন। ভাল থাকবেন ধন্যবাদ জাকারিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.