![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক.
তুই কি আমার সঙ্গী হবি
আমার দুঃখ-সুখে?
তোকে নিয়ে নীড় সাজাবো
জড়ায়ে রাখব বুকে।
দুই.
একটা ছোট্ট ঘর বানাব
থাকবো নিয়ে তোকে,
ভালবাসার ছোট্ট নীড়ে
জড়ায়ে রাখবি বুকে!
তিন.
ভালবাসি তোকে বেশি
তুই কি আমার হবি না!
লক্ষ্মী হয়ে ঘাপটি মেরে
আমার বুকে র'বি না!
©somewhere in net ltd.