|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাবেক ওযিরে খামাখাকে আবারও একই পদে নিয়োগ দেয়া যেতে পারে। এছাড়া তাঁর মুখ বন্ধ করার আর উপায় দেখি না। আগের বার ওনার দল যখন ক্ষমতায় তখন প্রথমে ওনাকে মন্ত্রী করা হয়নি। তো তিনি শুরু করলেন পাকা পাকা কথা বলা। তারপর তাকে দেয়া হল রেল মন্ত্রীর দায়িত্ব। তিনি দায়িত্ব নিয়েই রেলের মূল সমস্যা কাল বিড়ালের খুঁজে নামলেন। কিন্তু এক রাতে দেখা গেল রেলের সেই কাল বিড়াল তাঁর বাড়ির দিকেই রওনা হয়েছে। তারপর তাকে রেলমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে ওযিরে খামাখা বা অনর্থক মন্ত্রীর দায়িত্ব দেয়া হয় এবং সরকারের শেষ দিন পর্যন্ত সাফল্যের সাথে সেই মহান দায়িত্ব পালন করেন। 
এবারও তিনি নানা কথা বলে বেরাচ্ছেন। তাই এবার তাকে সরাসরি ওযিরে খামাখা পদে নিয়োগ দেয়া যেতে পারে। কারণ তিনি ঐ পদে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন। তার বেতন তো আর সুইস ব্যাংকের একাউন্ট থেকে টাকা তুলে দিতে হবে না। বেতন দেয়া হবে সরাররি জনগণের পকেট থেকে। 
আচ্ছা মন্ত্রীদের বেতন আর যাবতীয় খরচ যে জনগণের পকেট থেকে দেয়া হয় এটা কি তারা জানেন? ব্যবহারে মনে হয় না জানেন। তারা জানবে কী! শতকরা পঁচানব্বই ভাগ জনগণই তো দেখি সেটা বোঝে না। এতো যে বলা হয় দেশের জনগণের টাকা এটাকে তারা মনে করে এমনেই জনগনকে সম্মান দেওয়ার জন্য বলা হয়। বিরাট বাজেট মানে এই টাকা জনগণের পকেট থেকে নেয়া হবে তারপর খরচ করা হবে। অথবা ঋণ নেয়া হবে যা জনগণের পকেটের টাকা দিয়ে শোধ করা হবে। বিশ্বাস না হলে বাজেটটা দেখলেই হয়! ওখানে সব কিছুই লেখা আছে। টাকা কোথা থেকে আসবে আর কোথায় ব্যয় করা হবে সব। আর সামান্য কিছু বৈদেশিক সাহায্য তাও বিদেশিরা জনগণকে দেয়। মন্ত্রীদের না।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৪৬
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৪৬
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ নীল আকাশ মন্তব্যের জন্য .........................
২|  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:১৩
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:১৩
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট অপদার্থ দুর্ণীতিবাজ মন্ত্রীবহর হলো বা..।
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:২৫
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:২৫
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী মন্তব্যের জন্য ...................
৩|  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৩১
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৩১
এম এ কাশেম বলেছেন: হামিদ ভাই ,
যেমন নেত্রী তেমন মন্ত্রী, তেমন এম. পি.।
ওরা যে এক সূত্রে গাঁথা।
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৩৯
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৩৯
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই মন্তব্যের জন্য ...................
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:২৩
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:২৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: লজ্জা নাই।