![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫.১০.২০১৪
একজনকে কথারকথা বলেছিলাম, ভাই আছেন তো সুখে। এরপর থেকে একমাস হয়ে গেছে সেই লোক আমার পেছনে লেগে আছে আমি যেন একটু ব্যাখ্যা করে বলি তিনি কেমন সুখে আছেন। বাঙালীর নষ্টামির এই এক নমুনা। তিনি কেমন সুখে আছেন সেই বর্ণনা শুনে কানের সুখ পেতে চাচ্ছেন। আবার তাকে যখন বলেছি, ভাই আছেন তো সুখে তখন তিনি থরে নিয়েছেন তার মানে আমি নিশ্চয়ই কষ্টে আছি। তো সেই কষ্টের বর্ণনা শুনে চিত্তে একটু বিনোদন নিতে চাচ্ছেন।
একবার একজন আমাকে জিজ্ঞেস করল, কেমন আছেন ভাই? আমি বলি:
-আলহামদুলিল্লাহ! ভাল আছি।
তখন ওনি বলে উঠলেন, ’সত্যি কথাটা বলেন ভাই! কোনো সমস্যা নাই। এখানে আমরা আমরাইতো।’
এটাও বাঙালীর নষ্টামির আরেকটা নমুনা। বাঙালী কেমন আছেন জিজ্ঞেস করে সেই ব্যক্তি কতটা খারাপ অবস্থায় আছে সেটা জানার জন্য। যদি বলে , ভা্ল আছে তো হতাশ হয় কিংবা মিথ্যে বলছে ধরে নিয়ে অন্তরের ব্যথার কিছুটা রিকভারী করে।
©somewhere in net ltd.