![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ি - জ্যাম - অফিস অার অফিস - জ্যাম - বাড়ি;
এই তো জীবন চলছে অামার সুখ যে সারি সারি৷
কতদিন দেখা হয় নি হাসিমুখ চাঁদটাকে!
ভুলই গেছি তারা ভরা অাকাশের রূপটা যে!
নাগরিক জীবনের কোলাহল অামার সব নিয়েছে কাড়ি৷
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪
হামিদ আহসান বলেছেন: হুম . ... .
তবে মাঝে মাঝে খুব তীব্র ইচ্ছা করে এ থেকে বেরিয়ে অাসতে৷ তবে অাস্তাকুঁড়ের কথা হয়তো সেই ভয়েই পারি না৷
শুভেচ্ছা নিবেন ......
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০
বিদ্রোহী বাঙালি বলেছেন: এটাই বাস্তবতা হামিদ ভাই। এই বাস্তবতা থেকে বেড়িয়ে আসলে বাস্তবই আপনাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। এতো নিষ্ঠুর এই বাস্তবতা। অনেক কিছুই উপেক্ষা করা যায়, কিন্তু নিষ্ঠুর বাস্তবতাকে নয়। আফসোস!