![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নতুন ইস্যু চাপা দিয়ে দেয় পুরাতন সব ইস্যুকে৷ ব্রাজিলের গম ইস্যু, রাজন ইস্যু সবই চাপা পড়ে গেছে নতুন নতুন ইস্যুর তলে৷ এভাবেই চলছে এভাবেই চলবে৷
পেট ভরে খেতে পারাটাই অামাদের উন্নতির মাপ কাঠি৷ খাবার দাবার নিয়ে অনেকে কষ্টে থাকলেও না খেয়ে কেউ মরছে এমন কথা কেউ অার বলতে পারবে না৷ সুতরাং অামাদের উন্নতি হয়েছে বিরাট৷ ভাত খাও অার নষ্টামি কর৷ বিচার অাচার সভ্যতা-ভব্যতা অার অসভ্যতার ইস্যু এখানে কোনো ইস্যু না৷ ভাতই এখানে ইস্যু৷
বিচারহীনতার অসভ্যতাকে এখানে মিষ্টি করে বলে বিচারহীনতার সংস্কৃতি৷ অসভ্যতাও সংস্কৃতি হয় এখানে৷ কারণ এখানে এটা জীবনাচারের লালিত অংশ৷ ভাত খাও অসভ্যতা কর৷ এটাই সংস্কৃতি৷ বিচারহীনতার সংস্কৃতি৷ হ্যাঁ ভাত না খেয়ে কেউ মরছে এমন অভিযোগ যদি উঠে সেটা হতে পারে গুরুতর অপসংস্কৃতি ৷ অাবার না-ও হতে পারে৷ তখন নতুন যুক্তি অমদানি হবে..................
২৩ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৬
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ ভাই৷ শুভেচ্ছা নিন..।
২| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, মনে লয় ঠিকই বলেছেন
২৩ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৭
হামিদ আহসান বলেছেন: হা হা হা .....
৩| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৩
চাঁদগাজী বলেছেন:
দেশের ইষ্যুগুলো মানুষ ধরে রাখতে পারার কথা নয়, ইস্যু নিয় কথা বলার জন্য বিরোধী দল; কিন্তু বাংলাদেশে বিরোধীদল মানে সরকারের পতণ ঘটানোর জল্লাদ; আর আজকে বিরোধীদল মানে রওশন; রওসনের নিজের ইস্যুর শেষ নেই।
২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
হামিদ আহসান বলেছেন: রাইট ..।
৪| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক সময় ইস্যু খুঁজে না পাওয়াও একটি ইস্যু হয়ে যায়
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৭
হামিদ আহসান বলেছেন: হা হা হা ......ঠিক বলেছেন
৫| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৪
ব্লগার মাসুদ বলেছেন: ভাতই এখানে ইস্যু হওয়া চাই কেননা ভাত ইস্যু হলে তরকারির ইস্যু হবে । আর তরকারির ইস্যু হলে যদি কাচা বাজার
মানে শাক সবজির দাম কিছু কমে ।
০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:০৩
হামিদ আহসান বলেছেন: হুম ..........
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন , প্লাস লন