![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।
কিচ্ছু ভাল্লাগে না! সত্যিই ভালো লাগে নারে! সবকিছুই ঠিকঠাক, তবুও শূণ্যতার কি এক চাপা বিষাদ কাজ করে বেড়ায় আমার পৃথিবী, আমার অস্তিত্ব জুড়ে। এমন তো কখনো হওয়ার কথা ছিলো না, বেশ ভালই তো ছিলাম ছন্নছাড়া জীবন টা নিয়ে! আমি কখনই কাউকে বলতে চাইনি ভালবাসি, জানি তুইও....! বেশ ভালই তো লাগতো রহস্যময়ী আকাশটার নীল রং গুলো! না না.. জানি নীল বেদনার রং, তারপরও ভালো লাগতো অদেখা কোনো এক ছায়ামানবী কে নিয়ে কল্পনা করতে... সত্যিই ভালো লাগতো!! যখনই তোর কারনে হ্যা শুধু তোর কারনে বুকের সব রক্ত দিয়ে আকাশটাকে লাল রং এর চাঁদর বানাব ভেবেছি, তখন কেন যেন সবকিছু অগোছালো লাগতে শুরু করলো, যেখানে ভাললাগা আছে.. আছে কিছু বিষন্ন অভিমান শুধু তোর জন্য। কারন তুইই সেই ছায়ামানবী, যাকে আমি খুঁজেছি প্রতিনিয়ত, যাকে চাইলেই ধরা যাবে ছোঁয়া যাবে! রাগ করলি পাগলী... তোকে এত সহজলভ্য ভেবেছি তাই?? রাগ করতেই পারিস তুই! তাতে কিচ্ছু যাই আসেনা আমার... কারন তুই যে কামনার উর্ধ্বে। তাই তোকে পাওয়ার জন্য..আই রিপিট, তোকে পাওয়ার জন্য খুব কঠিন কিছু বাঁধা টপকাতে চাই!! থাক কিছু চিনচিনে ব্যথার হাহাকার..থাক না, তোর কষ্ট হচ্ছে বুঝি?? আমারও হচ্ছে.. হ্যা সত্যি বলছি আমারও হচ্ছে। থাকি না কিছুদিন চাতক পাখির মত বৃষ্টির অপেক্ষায়। যে বৃষ্টির ফোঁটাগুলো তোর আমার সব কষ্টগুলোকে ধুয়ে মুছে দিয়ে যাবে, যে বৃষ্টির ঝুম ঝুম শব্দের সাথে বইবে হালকা ঝিরিঝিরি বাতাস.... আমি সে বাতাসে তোর শাড়ির আচঁল উড়াবো, দেখবো তোর এলো চুলের নাচন, দেখবো কিছু অদেখা রঙের স্বপ্ন.. আর তোকে, কারন দুষ্টো প্রকৃতি যতই সৌন্দর্য দেখাক আমায়.... আমি শুধু তোর সরলতার সৌন্দর্য দেখতে চাইরে। আর তোকে চাই অনিঃশেষ...।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১১
মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকুন প্রতিনিয়ত।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
জনম দাসী বলেছেন: এটাও অনেক মুগ্ধকর... +++++++++++++++++++++++
ভাল থাকুন সব সময়...