![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
লতিফ সিদ্দিকির আগমনের আগে কত নেতার হুংকার এই করবে সেই করবে,কিন্তু নির্মম হলেও সত্য আগমনের তেমন কোন প্রশংসনীয় কার্যক্রম চোখে পরে নি।ইসলাম প্রিয় জনতা ময়দানে কোন এক বিপ্লবী নেতার আগমনের জন্য অপেক্ষা করছিল।ময়দানে নেমে আসলেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, মহান স্বাধীনতার মাসে আরেকটি গন বিস্ফোরণ দেখল ঢাকাবাসী।মাত্র ৬ দিনের প্রস্তুতিতে এ রকম বড় মহাসমাবেশ অকল্পনীয়।আজকে ১২ টা পর্যন্ত আগত নেতা কর্মীরা জানেনা কি হবে।বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা ছিল।মুখোমুখি ছিল পুলিশ আর আন্দোলনের কর্মীরা।
অবশেষে জুমার পর সমাবেশ শুরু হল।কিন্তু সংঘর্ষের শঙ্কা শেষ পর্যন্ত ছিল।শেষে পুলিশ প্রেসক্লাব, বিজয়নগর সহ সব রাস্তা বন্ধ করতে বাধ্য হল আগত মুসলিমদের জায়গা না হওয়ায়।
সমাবেশ শেষে চলে আসার সময় দেখলাম সাংবাদিকরা পুলিশকে প্রশ্ন করছেন রাস্তা বন্ধ করলেন কেন?পুলিশ বলে তাদের লোক কেমন হয়েছে দেখলেনই তো।
মাত্র ৬ টা মাইক এর অনুমতি দিয়েছিল।
আলহামদুলিল্লাহ আশানুরূপ কর্মসূচী দিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি রেজাউল করীম পীরসাহেব চরমোনাই।
উপস্থিত জনতার আকাংশ,ব্রিজ থেকে তোলা।দুই দিকের উঠাতে পেরেছি।বাকি চারটা রাস্তার পিকচার তোলা সম্ভব হয়নি
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯
অগ্নি সারথি বলেছেন: দেওয়ানবাগী, মাইজভান্ডারী এইডির কাছ থিক্কা চরমনাই, শফি হালারা ভাগ খায়। @নতুন।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২১
নতুন বলেছেন: দেওয়ানবাগী/মাইজভান্ডারী.... এরা যা বলে তার তুলনায় লতিফ সিদ্দিকি তো দুধভাত...
কিন্তু ভন্ডপীরের বিরুদ্ধে হেফাজত/চরমোনাই/জামাত কেউই কথা বলেনা...
একটা কথা আছে... এক ভন্ড কিন্তু আরেক ভন্ডের ব্যবসায় লাথি মারেনা...
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২
নীল আকাশ ২০১৪ বলেছেন: জামায়াত যদি রাজনীতি না কইরা পীরানি ব্যবসা ধরত, তাইলে সরকার তাদের কোন কাজে বাধা দিতনা আর তাদের মহাসমাবেশের আকার আকৃতির ধারে কাছেও কোন চরমোনাই, সরশিনা, খাজা বাবা অথবা তাবলীগ ইস্তেমা আসতে পারত না।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৭
সত্যের পথে আরিফ বলেছেন: @নতুন ফালাফালি করার আগে ইতিহাস জেনে আসুন ২০০৯ সালে ইসলামী আন্দোলনের ৯জন মুজাহীদ সহীদ হয়ে ছিলো এই দেওয়ানবাগীর প্রতিবাদ করতে গিয়ে। চিটাগাং এ আসেকে রাসুলের অভাব নাই! কই মাইজভান্ডারীর বিরুদ্ধে প্রতিবাদে এই চরমনাই ওয়ালাদেরই দেখা যায়।। আর জামাতের নারীর আছল তলের ছাগল গুলুতো খালী তাগো তেনা(ণেতা) গও নি্যাই আছে নাস্তিক/মুরতাদ কিছুইনা!
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯
মামুন রশিদ বলেছেন: জনাব, কত টেকা পাইলেন?
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫
নতুন বলেছেন: লতিফ সিদ্দিকি না হয় কিছু ব্যাঙ্গাক্তক কথা বলেছেন... তার জন্য এতো মানুষ এতো নেতা রাস্তায়...
কিন্তু দেওয়ানবাগী ভন্ডপীর যে নিজেকে খোদা দাবী করে...ফাতেমা রা: কে তার স্ত্রী বলে দাবি করে ???
তার বিরুদ্ধে এতো দিন কেউই কিছু বলে না কেন?