নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশুক

মিশুক৩১

পরে জানাবো

মিশুক৩১ › বিস্তারিত পোস্টঃ

বড় হুজুরদের রক্তচক্ষু আর পুলিশের বন্দুকের নল !!!

০৮ ই মে, ২০১৩ রাত ৩:০৬

বড় হুজুরদের রক্তচক্ষু আর পুলিশের বন্দুকের নলের মাঝে পড়ে সাধারণ কিছু দরিদ্র মাদ্রাসা ছাত্র আহত নিহত হলো ।



সম্মেলনে না আসলে মাদ্রাসায় বড় হুজুর রা নির্যাতন করবেন আর যখন আসলেন তখন সরকারী বাহিনী তাদের বন্দুকের গুলিতে আহত নিহত করল ।



এইসব মাসুম দরিদ্র/এতিম মগজ ধোলাই হওয়া শিশুকিশোরদের জন্য খুবই করুনা আর কষ্ট হয় । আর যারা গুলি করে তাদেরকে ঘৃণা প্রকাশের ভাষা নাই ।



আমি পলিটিক্স করি না আর পছন্দও করি না । মানুষকে গুলি করে মারা মেনে নিতে পারি না ।



চিন্তা করুন কাল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারাও এটা শুরু করবে। তখন এসব গুলিকে যারা সমর্থন করছেন তারা কই যাবেন ! তাদের ও তো খারাপ লাগবে । আমি মনে করি এটা একটা কালচার শুরু হলো । এর শেষ কোথায় !



দুর্নীতি যেমন এক সরকারের আমলের চেয়ে অন্য সরকারের আমলে শতাধিক গুণে বাড়ছে তেমনি এ খুনো খুনির কালচার ও কেবল শুরু হলো মনে হয় ।



সরকারের এই বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত । আর বিরোধীদের বলব নিজেরা পালিয়ে গিয়ে নিরস্ত্র মানুষগুলোকে এভাবে মৃতুর দিকে ঠেলে দিবেন না !



কারন সময়ই সকল পাপের বিচার করবেন । আল্লাহ একজন আছেন তিনি সব জানেন ! আপনার কৃতকর্মের ফল ভোগ আপনি করবেন আপনার দেখানো পথই ।



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ রাত ৩:১১

আমি মেহমান বলেছেন: এইসব মাসুম দরিদ্র/এতিম মগজ ধোলাই হওয়া শিশুকিশোরদের জন্য খুবই করুনা আর কষ্ট হয় আপনার।

তা কিছুটা স্কুল-কলেজ আর ভার্সিটি পড়ুয়াদের জন্য রাখেন! মাসুম দরিদ্র/ এতিম শুধু মক্তব মাদ্রাসায় সীমাবদ্ধই নয় - তা জানেন?

২| ০৮ ই মে, ২০১৩ রাত ৩:২০

মিশুক৩১ বলেছেন: হুম তা বটে....আপনার কথা কিছুটা ঠিক..তবে বাংলাদেশের শিক্ষা বৈষম্যটা নিয়ে একটু পড়ালেখা করেন জানেন তারপর বলেন মাদ্রাসাগুলোতে কারা পড়ে....আর মাদ্রাসার পরিবেশই বা কেমন !!!

৩| ০৮ ই মে, ২০১৩ রাত ৩:২৮

bappyalmamun বলেছেন: কোমলমতিরা মরে মরুক ইসলামতো রক্ষা করা লাগবো। ওরা কপ্টারে পালাই আর হতভাগ্যরা রাস্তায় মরে। এই নাকি ইসলাম! থুক ৥ভন্ডদের ...

৪| ০৮ ই মে, ২০১৩ রাত ৩:২৯

bappyalmamun বলেছেন: কারন সময়ই সকল পাপের বিচার করবেন । আল্লাহ একজন আছেন তিনি সব জানেন ! আপনার কৃতকর্মের ফল ভোগ আপনি করবেন আপনার দেখানো পথই

৫| ০৮ ই মে, ২০১৩ ভোর ৪:৩৪

মরু বালক বলেছেন:
..
...

আচ্ছা এখন আমার কথা হলো,
হেফাজতের সমাবেশে এসে "আল্লাহু আকবার,আল্লাহু আকবার" বলে চিত্কার দেওয়াটা খুব বাজে একটা কাজ হয়ে গেছে এবং মিডিয়াতে এটা নিয়ে সমালোচনা করা হচ্ছে।
আর যখন শাহবাগ গাঞ্জা স্কোয়ারে ৫-৬ বছরের বাচ্চাকে এনে তাকে দিয়ে "রাজাকারের ফাঁসি চাই,রাজাকারের ফাঁসি চাই" বলে চিত্কার দেওয়ানু হয়েছিলো তখন তো এটা নিয়ে কারো মাথা ব্যাথা ছিলো না!! বরং সেটিকে চুর্নী সাহা মার্কা কিছু মিডিয়া প্রচার করে বলেছিলো ওই বাচ্চাদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠেছে।

যদি মুক্তিযুদ্ধার চেতনা থেকে ৫-৬ বছরের শিশু গাঞ্জা স্কোয়ারে এসে মুখে দুধের বোতল চুষতে চুষতে "রাজাকারের ফাঁসি চাই,রাজাকারের ফাঁসি চাই" বলে স্লোগান দিতে পারে,

তবে ইসলামের চেতনা লালন করে,আল্লাহকে ভালোবেসে হেফাজতের সমাবেশে এসে ১০-১২ বছরের একজন মুসলিম ছেলে বুকে কুরআন রেখে "আল্লাহু আকবার,আল্লাহু আকবার" বলে স্লোগান দিতে পারবেনা কেন ????

(কপি পেস্ট )

৬| ০৮ ই মে, ২০১৩ ভোর ৫:০০

যোগী বলেছেন:

এই অসহায় কিশোরটি বলেছে হুজুরেরা আমাদের কে ধোকা দিয়েছে। পুলিশ তাকে কাঁধে করে নিরাপদ যায়গায় নিয়ে যাচ্ছে।

৭| ০৮ ই মে, ২০১৩ সকাল ৮:০৪

জাহাঙ্গীর জান বলেছেন: আমার ভেবে অবাক হই ওদের ১৩ দাবী এর মধ্যে একটি দাবী ও এিতম এবং গরীব ছেলেদের জন্য নেই । যেমন তারা নিজেদের জীবন যাত্রার মানউন্নয়নে সরকারের কাছে অর্থ সাহায্য চাইতে পারতো এটাকে বলে "আবুলাহাব"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.