নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা দহনে...

আমার অহংকারে, অহংকারী হয়ে , উষ্ণতার আগুন মেখে, পোড়াও আমাকেই : অচেনা দহনে...

নাহুয়াল মিথ

শিক্ষণবীশ ব্লগার

নাহুয়াল মিথ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দোলনে সামুর পুটুমারা; আলেক্সা রেটিং ৭ থেকে ৩০ এ পতন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শাহবাগ আন্দোলন শুরু হয়। সেইদিন আলেক্সা রেটিং এ সামু ৭ নম্বরে ছিলো।







আন্দোলন যত এগিয়ে যেতে থাকে সামুর আলেক্সা রেটিং পড়তে থাকে। আন্দোলন চলাকালীন প্রথমে ১০ এর বাইরে চলে আসে সামু। আন্দোলন যথন শেষ হলো তখন ২০ এর দিকে। আজ সামুর রেটিং ৩০।







কিভাবে পুটুমারা গেল সামুর। আমার দেশ কর্তৃক ব্লগ একটা ইসলামিবরোধী জায়গা; ব্লগার মাত্রই নাস্তিক প্রমাণ করার চেষ্টা, একাধিক মুক্তমনা ব্লগার গ্রেফতার, ইসলামপন্থী পেইড ব্লগারদের নিস্ক্রিয় হয়ে যাওয়া, তথ্য প্রযুক্তি আইন নিয়ে ভীতি এমন নানা কারণে সামুর এই পতন।



পাঠক আপনাদের কী মনে হয়?

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

পাপতাড়ুয়া বলেছেন: কিছুই মনে হয় না। সামুর পতনের জন্য সামু কর্তৃপক্ষ নিজেই দায়ী।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

নাহুয়াল মিথ বলেছেন: সামু কর্তৃপক্ষ অবশ্যই দায়ী কিন্তু পৃথিবীর খুব কম দেশেই কমিউনিটি ব্লগিং জনিপ্রয়। সামু বাংলাভাষার জনিপ্রয়তম সাইট ছিলো। একজন পাঠক হিসাবে মেনে নিতে পারছি না এই পতন।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বড়োই চিন্তাযুক্ত কথা !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

নাহুয়াল মিথ বলেছেন: |-)

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

একজন ঘূণপোকা বলেছেন: :( :( :(

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

নাহুয়াল মিথ বলেছেন: :( :(( :(

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

শুভ জািহদ বলেছেন: পাপতাড়ুয়া বলেছেন: কিছুই মনে হয় না। সামুর পতনের জন্য সামু কর্তৃপক্ষ নিজেই দায়ী।

১০০% ঠিক।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১

নাহুয়াল মিথ বলেছেন: ১০% কর্তৃপক্ষ দায়ী; বাকি দায় অস্থির সময়ের।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: না কাউকে দায়ী করা চলে না! দায়ী নিজেই! আবোল তাবোল পোষ্টি দায়ী। কিছু কিছু লেখক (!) কপিপোষ্ট করেই চলছেন। ঠিক এই সময়েই (এই কমেন্ট করার সময়) প্রথম পাতায় একজনের ৪ টা পোষ্ট দেখলাম। নজরুল ইসলাম বিডি তার নাম। আপনি এখুনি দেখেন। আপনার এই পোষ্টের আগে পিছে উনার ৪ টা পোষ্ট, পরের পাতা আমি যাই নাই, সেখানে আরো থাকতে পারে।

এই সব পাগল ছাগলের জন্য সামুর এই দশা!

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: কমেন্ট করে পরের পাতায় গেলাম, সেখানেও দুটো পোষ্ট আছে তার। এই ধরনের বিবেক হীন লোকের জন্য সামু শেষ হয়ে যাচ্ছে। সামু কৃতপক্ষ কঠিন আইন করতে পারে, দিনে একটার বেশী পোষ্ট নয়। পেপারকাট বন্ধ করতে হবে, যদি পেপার কাট করে তবে নিজেও কিছু লিখতে হবে.। ইত্যাদি.।

সামু আগেও ছিল এবং আগামীতেও থাকবে বলে আমি মনে করি। সামুর অবস্থান কেহ নিতে পারবে না। এখনো সামুতে অনলাইনে যতজন পড়ে থাকে ততজন অন্য অনলাইন পেপারেও পড়ে থাকে না।

তবে ফেইসবুক সবাইরে টেক্কা মেরে দিচ্ছে, সবাই এখন পেইস ওনার। গ্রুপ চালায়। একজন কত দিকে থাকবে!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

নাহুয়াল মিথ বলেছেন: কপি পেস্ট আগেও ছিলো; সমস্যা হলো ব্লগ নিয়ে ভীতি তৈরী হয়েছে। ফেসবুক অনেক বেশী সহজ যোগাযোগ মাধ্যম তাই ঘরে ঘর এডমিন।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পাপতাড়ুয়া বলেছেন: কিছুই মনে হয় না। সামুর পতনের জন্য সামু কর্তৃপক্ষ নিজেই দায়ী।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

নাহুয়াল মিথ বলেছেন: :(

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সামু’র লোডিং সমস্যা দুঃসহনীয় পর্যায়ে চলে গেছে। :(

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

নাহুয়াল মিথ বলেছেন: স্যার ভালো আছেন? আপনাকে ব্লগে পেয়ে অনেককককক...... ভালো লাগলো।

লোডিং সমস্যার বয়স ৫+। এই সমস্যার সমাধানে যে বিনিয়োগ প্রয়োজন তা জানা-আরিল করবে না। শুধু বসে বসে মধু খাবে।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

মাইন রানা বলেছেন: সামু দালালী করে বেশী। যেসব বিতর্কিত পোষ্ট দিনের পর দিন স্টকি করেছে তাঁতে এই ফলাফল কাম্যই ছিল।

শুধু সামু ব্লগ নয় অন্য ব্লগের অবস্থাও একই রকম।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

নাহুয়াল মিথ বলেছেন: তর্ক বিতর্ক আছে বিধায় পৃথিবী এগিয়ে যাচ্ছে। তবে স্টিকি নীতিমালাও উন্নয়ন প্রয়োজন।

হ্যা অন্য ব্লগের অবস্থাও একই রকম। কারণ ব্লগ ও ব্লগিং নিয়ে ভীতি তৈরি হয়েছে।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

চাদের জোসনা বলেছেন: ইসলাম আর মুসলমানদে প্রতিনিয়ত অপমানিত হওয়ার প্লাটফর্ম যদি সামু হয় তাইলেতো রেটিং নিচে নামবেই। এখনো ঠেকানোর সমময় আছে। নজরুল বিডি নামের কয়েকটা পোস্ট আমার চোখেও পড়েছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

নাহুয়াল মিথ বলেছেন: সব থেকে মজার বিষয় ইসলামের নানা বিষয়ে গুগল সার্চে সামুর লেখাগুলিই আগে আসে। বাংলাভাষায় ইসলাম নিয়ে সর্বোচ্চ কন্টেন্ট রয়েছে সামুতে।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
এই মূহুর্তে ৩ জন ব্লগারের নাম মনে আসছে যারা সাম্প্রদায়িক নাস্তিকদের অসভ্য, আনকালচার্ড ব্যবহার, ইসলাম ধর্ম বিদ্বেষ, সিন্ডিকেটবাজী, নবী করিম সা. এর অবমাননা ইত্যাদি কারণে এই ব্লগে আর লেখালেখি করেন না। তারা অন্য ব্লগে চলে গেছেন। কেউবা ফেসবুকে লেখালেখি করেন।

ঐ ৩ জন ব্লগার শিক্ষা, জ্ঞান ও ব্লগীয় লেখালেখিতে বেশ উঁচুদরের ও উঁচু মানের। যেমনঃ

১. মেরিনার।

২. তায়েফ আহামেদ।

৩. এস. এম. রায়হান।

ঐরকম ব্লগার আরও আছে। তাদের নাম মনে আসছে না, যারা উল্লিখিত কারণে মনোক্ষুণ্ন হয়ে/মনোবেদনা নিয়ে ব্লগ ছেড়ে চলে গেছে।

সামুর এই অবস্থার জন্য দায়ী -

প্রথমত, সাম্প্রদায়িক নাস্তিক ব্লগার,

দ্বিতীয়ত, ক্ষমতাসীন আওয়ামী তোষণ এবং

তৃতীয়ত, মিস জানা নিজে।

হ্যাঁ, তিনিও কিছুটা এ জন্য দায়ী

কারণ, উনি ব্লগ করে দিয়ে বেখবর। ব্লগে কী হচ্ছে না হচ্ছে, তার কোন খবর রাখতেন না। কিংবা ইচ্ছে করেই আশকারা দিতেন, হয়তো ওনার নিজের ব্যক্তি মানসের কারণে। হয়তোবা মানসিকভাবে তিনি আওয়ামী/সেক্যুলার ও নাস্তিক্য ঘরানার।

তবে এখন তিনি হুশে এসেছেন।


কিন্তু ক্ষতি যা' হওয়ার হয়ে গেছে।

-- বেশ কিছু অত্যন্ত উঁচুমানের ব্লগার হারিয়েছি।
-- আর আলেক্সি রেংকিং-এ নিচে নেমে গিয়েছি।
-- ব্লগ/ব্লগার এসব সম্পর্কে একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরী করেছি।

আফসোস! :(

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

নাহুয়াল মিথ বলেছেন: আফসোস! :( এই দুর্দিনে পেইড ইসলামী ব্লগাররাও ঘুমিয়ে আছেন। খালি মাঠে গোল দিতে পারছে না আফসোস! :(

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:

নিঃসন্দেহে সামু নীচে নাইমা গেছে। মাথা বেইচা দিছে সেলবাজারের কাছে।
:) :D B-)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

নাহুয়াল মিথ বলেছেন: সেলবাজারের টাকা দিয়ে সামুর সার্ভারের ভাড়া দেয়া হচ্ছে। তবে মাথা না বেঁচে হাত পা বেচা দরকার ছিলো।
:P

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

samolbangla09 বলেছেন: পাপতাড়ুয়া বলেছেন: কিছুই মনে হয় না। সামুর পতনের জন্য সামু কর্তৃপক্ষ নিজেই দায়ী।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

নাহুয়াল মিথ বলেছেন: :(

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

জহির উদদীন বলেছেন: বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:

নিঃসন্দেহে সামু নীচে নাইমা গেছে। মাথা বেইচা দিছে সেলবাজারের কাছে।
:) :D B-)

সহমত

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

নাহুয়াল মিথ বলেছেন: :P

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

কলাবাগান১ বলেছেন: সামুকে সেলবাজারের কাছে বেচতে হবে কেন??? সামুই তো সেলবাজারের মালিক............ (Find out who is the CEO of সেলবাজার)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১১

নাহুয়াল মিথ বলেছেন: চাকরি আর মালিকের পার্থক্য নিশ্চয় বোঝেন

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

রাখালছেলে বলেছেন: ব্যাপার না ....আপনার আতে ঘা লাগছে কোথায় তা বুঝলাম । এই পোষ্টটি শীঘ্রই স্টিকি করা হউক । আপনার মত ছাগুদের....

আমি তাও রেগুলার আসব ...রেটিং দিয়ে কি হবে B-))

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১০

নাহুয়াল মিথ বলেছেন: রেটিং দিয়ে কী হবে তা আপনার জানা আম্মুকে জিগাইন।

আর রতনে রতন চিনে... :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.