![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা পপ বা রক সঙ্গীতের সূচনা যাদের হাতে তাদের মধ্যে সোলস ব্যান্ড অন্যতম। সেই শত্তুরের দশকের সূচনালগ্ন থেকে আজ অব্দি সোলস রক সঙ্গীতের মধ্যদিয়ে তরুণ সমাজের কাছে ধরে রেখেছে সমান জনপ্রিয়তা, ধরে রেখেছে তার তারুণ্য। জনপ্রিয় এই ব্যান্ড দলের যাত্রা শুরু চট্টগ্রাম থেকে। সাজেদ, লুলু, নেওয়াজ, রনি এবং তাজুল কে নিয়ে শুরু হয় তাদের গান পরিবেশন। কিছুদিন পর লুলু চলে গেলে ব্যান্ড দলে যোগ দেন বাংলা সঙ্গীতের আরেক কিংবদন্তী নকিব খান। তার মন শুধু মন ছুঁয়েছে অথবা আজ জোছনা রাত এর মত গান গুলো তুমুল জনপ্রিয়তা পায়। পরবর্তীতে তিনি রেনেসাঁ ব্যান্ডে যোগ দেন। বাংলা সঙ্গীতের আরেক দিকপাল তপন চৌধুরী ও গেয়েছেন এই ব্যান্ডে। ১৯৭৮ সালে যোগ দেন বাংলা ব্যান্ড মিউজিক এর প্রবাদ-পুরুষ আইয়ুব বাচ্চু যিনি পরে LITTLE RIVER BAND বা LRB গঠন করেন। তপন চৌধুরীর পরে দলে লিড ভোকাল হিসেবে যুক্ত হন তরুণ প্রজন্মের অসম্ভব প্রিয় গায়ক পার্থ বড়ুয়া, যিনি বর্তমানে জনপ্রিয় প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ক্লোজআপ ওয়ান এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। পার্থ বড়ুয়ার গাওয়া কিছু গান আজ কিংবদন্তীতুল্য যেমন 'কেন এই নিঃসঙ্গতা', 'ব্যস্ততা', 'মুখরিত জীবন'। তাদের মোট বারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে যার সর্বশেষটি হল জ্যাম যেটা মুক্তি পেয়েছে ২০১১ সালে। বর্তমানে তাদের ভোকাল এবং লিড গিটারিস্ট হিসেবে আছেন নাসীম আলি খান এবং পার্থ বড়ুয়া, ড্রামস এ আছেন আশিক, বেস গিটার এ রানা এবং কীবোর্ড এ তুষার। তারুণের প্রতিনিধিত্বকারী জনপ্রিয় এ ব্যান্ড দলটি আরও এগিয়ে যাক এবং আরও কিংবদন্তীর জন্ম দিক এই প্রত্যাশায়।
©somewhere in net ltd.