![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
মাধবী,
মাটির কলস ভেঙেছে, ভাঙুক
তাতে কি!
অনেক চেষ্টায় ভাঙা হৃদয়খানি
অক্ষতের রঙিন মোড়কে রেখেছি ঢেকে,
তুমি 'না' বললেই আমার ত্বকের অভ্যন্তরস্থ
পঙ্কিল অস্থি-মজ্জা দৃশ্যমান হবে,
এতদিন যা পারনি তাই কর
আমাকে চিরহরিৎ অরণ্য দেখাও;
যেখানে যতদূর চোখ যায়
সেখানে সেই বিন্যস্ত সবুজে আমিই তোমার একমাত্র পুরুষ
আর তুমিই একমাত্র রমণী।
মাধবী,
বেলা বেলা করে যারা অবেলার কথা বলেছে বার বার
তাদের অবেলার তুচ্ছ কথোপকথন শুধুই চাতুরী;
মিথ্যে শিকলে নির্মোহ ঘরের ঘোরে আশাহীন আবাস।
একেকটি দিন তুমিহীন,
একেকটি রাত তোমার নিঃশ্বাসের শব্দ বিহীন,
একাএকা রাতের নিঃশব্দতার নিকুচি---
এভাবে বেঁচে থাকা যায়?
কতদিন?
মাধবী!
মাধবী,
যারা এখনো অবেলার কথা বলে, বলুক!
তুমি শুধু বল-'এখনো বিকেল হয়নি,
এখনো সকাল শেষে দুপুর গড়ায়নি';
দেখ আমি ঠিকই মধ্য গগণের গণগণে সূর্যকে
পুবাকাশের কি রকম সোনাঝরা মেঠো রোদ্দুর করে দেই!
মাধবী, ও মাধবী একবার শুধু বল- 'হ্যাঁ'
হোক অসময় তাতে কিইবা এসে যায়!
আমাদের হৃদয়তো অবেলা সময়ের কাছে ক্রীতদাস বনে যায়নি।
১২ই ফেব্রুয়ারী ২০১৬
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.