নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

প্যালেস্টাইন

১৭ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৮


একটি ত্রিকোণ বাক্সে ভগবান বসে আছেন
জগাধর দাস একটু কেশে ভগবানকে ভক্তদের দেওয়া সন্দেশ দিলেন,
ভগবান ড্যাব ড্যাব করে সন্দেশের প্রতি চাহনীর মুগ্ধতা ছড়ালেন;
জগাধর বাবুর স্ত্রী সুমিতা দেবী তাকে বললেন 'এত এত খাচ্ছ, দেখ আবার ডায়াবিটিস না হয়ে যায়'।

আকাশের চাঁদের মতই রাব্বুল-আলামিন গম্বুজে চাঁদের প্রতিকৃতি ভালবাসেন,
নিঃসন্তান সিতারা বেগম সম্ভাব্য সন্তানের জন্য গম্বুজ পর্যন্ত পৌছার জন্য
দুই কুড়ি ইট দিতে চাইলেন;
সান বাঁধানো মেঝেতে সিতারা বেগমের রক্তাক্ত অন্তর্বাস তার ভবিষ্যৎ সন্তা্ন প্রাপ্তির সুখ স্বপ্নে
রাব্বুল-আলামিনের পছন্দের গম্বুজের বাঁকা চাঁদের রহস্যময় হাসির মতই অচেনা হয়ে থাকে।

জোসেফাইন প্রতিদিন রিচার্ডের সাথে গির্জার ঘন্টি বাজান,
রশির উর্ধগমন ও নিন্মগমনে জোসেফাইনের শরীরের বর্ধিতাংশে
এক অচিন মুগ্ধতা জাগে;
ঈশ্বর জোসেফাইন ও রিচার্ডের সন্মোহনী দু'চোখে
মুহুর্তেই একেকটি যিশু হয়ে ওঠেন।

আর পৃথিবীর এক মরু প্রান্তে ভগবান, রাব্বু-আলামিন আর ঈশ্বরের দ্বান্দ্বিক সংঘাতে
প্যালেস্টাইন নামক এক ভূখণ্ডে
এক রক্তাক্ত মৃত মায়ের শুকনো স্তন চুষে চুষে নির্জীব হয়ে আসে
সুলায়মান বিন হামজা নামক এক সদ্য ভূমিষ্ট শিশু।

১৭ই জুন ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

জুয়াড়ি বলেছেন: বুজলাম না

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪২

মোহাম্মদ বাসার বলেছেন: সব কিছু বুঝে কাজ কি? কোপা শামছু আছে না! কম বোঝাই ভাল। হেহেহেহে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.