![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
মাঠের মধ্যে কিছু মানুষ গোল হয়ে বসে আছে,
পাশ দিয়ে কিছু মানুষ হেঁটে যাচ্ছে;
গোল হওয়া মানুষের মাঝে আরেকজন মানুষ শুয়ে আছে,
সে মৃত ও উলঙ্গ।
উলঙ্গ আব্রুহীন মানুষটির কোন পরিচয় নেই,
গোল হওয়া মানুষেরা
তার মাটির দিক ফেরানো মুখখানি আকাশের দিকে ফেরালেন;
অতঃপর সিদ্ধ্বান্ত নিলেন 'তাকে মাটি চাপা দেওয়া হোক'।
উলঙ্গ মরে যাওয়া মানুষটি
বাতাসে কিছুটা গন্ধের উপস্থিতি টের পেলেন,
কিন্তু তার দ্রুত পচে যাওয়া অস্থিমজ্জা
আর গোল হয়ে থাকা মানুষদের দুর্গন্ধের মধ্যে
তিনি কোন পার্থক্য খুঁজে পেলেন না।
২৯শে জুন ২০১৬
যুক্তরাজ্য।
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:১৬
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।
২| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
আরণ্যক রাখাল বলেছেন: ভাল্লাগছে আমারও
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:১৭
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১
হাতুড়ে লেখক বলেছেন: ভাল্লাগসে।