![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
যদি দেখা হয়, বলবনা ফিরে যাও;
গাড়ল পতির কাছে দস্যুতা শিখেছ,
ভালবাসলে ভালবাসতে হয়
বিনিময়ের এই সরল সমীকরণ ভুলে গেছ এত সহসাই?
নতুবা এই ষোলটি বছরে বঞ্চনার ষোলোকলা পূর্ণ করেও
বিধিনিষেধের এত আড়ম্বরে কিভাবে আড়ালে ঢাক নিজেকে আবার।
যদি দেখা হয় অদূরে বা সুদূরে,
আসছে শীত বা আরেক বসন্তে,
কালের ক্লান্তির ক্ষয়িষ্ণু যৌবন হাহাকার চাপা বুকে;
আমি খুব করে তোমাকে কাছে টেনে নেব
এক লহমায় পূর্ণকরে নেব অপূর্ণতার সাতটি মহাকাশ।
যদি সত্যিই দেখা হয় আবার আমাদের
তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দেব,
ওষ্ঠের ত্রিকোণ রেখার নিপাট মুগ্ধতায়
দুইয়ে দুইয়ে চারের এই বৈশ্বিক নিয়মই আমি মেনে নেব;
সময়ের ফোঁড়নে দুইয়ে দুইয়ে পাঁচের হিসেব কষে যারা আস্ফালন করেছিল,
বিকলাঙ্গ সমাজের দোহাই আর চিৎকারে
তোমার চোখের জল তোমারই ত্বকের ভাঁজে ফেলেছিল লবনের ছোপ ছোপ দাগ,
তাঁদের সেই দম্ভের চিৎকার প্রতিধ্বনিত হবে প্রস্তর যুগের পাহাড়ে পাহাড়ে;
আমাদের হাহাকার চাপা বুকে খাখা রোদের অমোঘ তৃষ্ণা,
যদি দেখা হয় তুমি আমি ঠোঁটে পুরে নেব
দিগন্ত জোড়া জলজ মেঘের সবটুকু জল।
৬ই জুলাই ২০১৬
যুক্তরাজ্য।
০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ ভাল লাগা রইল
ঈদ মোবারক
০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৭
মোহাম্মদ বাসার বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৩| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২২
বিজন রয় বলেছেন: যদি দেখা হয় তুমি আমি ঠোঁটে পুরে নেব
দিগন্ত জোড়া জলজ মেঘের সবটুকু জল।
সুন্দর।
++++
০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৪
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ দাদা।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৩
কালনী নদী বলেছেন: অসাধারন ক্ষমার কবিতা ভাইয়া।

তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঈদ মোবারক