নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কিছু কবিতাঃ

১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

(এক)

খুন

রক্তের লালে রঞ্জিত হাত
অথচ আমিই আমার খুনী,
তবু দ্যাখ বেঁচে আছি ঢের;
স্মৃতির মিনারে ছোপ ছোপ রঙে
প্রকাশিত বিজ্ঞাপনে দু'জনেই নিখোঁজ;
প্রজাতন্ত্রের অনুসন্ধানী বার্তায়
জমেছে ধূলোবালি,
বাঁধিয়াছে বাসা উইপোকা আর ঘুণ,
অজানাই রয়ে গেছে পৃথিবীর কাছে
তুমি না আমি
কে কাকে করেছি খুন।


(দুই)

শূন্য

হিসেবের খাতায় শূন্যের আড়ম্বর বাড়ছে প্রতিদিন,
একেবারে শুরুতে একটি শূণ্যহীন সংখ্যার জন্য
দিনটা দীর্ঘ হতে হতে গোধূলীর সূর্যের কাছে
কি এক নিদারুণ সমর্পিত প্রতিক্ষণ;
প্রতিটা দিন শুরুতে সেই একই প্রার্থনা
একটি শূন্যহীন সংখ্যার জন্য!
অথচ শূন্যগুলোই বার বার ফিরে আসে,
বৃত্তাকারে বেড়ে চলে শূন্যের মত করে
যতসব ধূসর ইচ্ছের
সংখ্যাহীন দুঃস্বপ্নের মিছিল।


(তিন)

মাকড়সা

কুকুরের কামড়ে কুকুর মরেছে শুনিনি কখনোই,
হয়ত কুকুরের বিষ অতটা বিষময় নয়,
অথচ মানুষের চোখের দৃষ্টিতেই ভস্মিত হয়েছে কতকি!
আগুনের চেয়েও ভয়ানক তেজে পুড়ে গেছে সভ্যতা,
আর ধ্বসে গেছে মানুষের আত্মিক পরিচয়;
ধর্মের উদরস্থ জাগতিক চেতনা,
আর মোল্লার দাড়িতে দোল খাচ্ছে
মাকড়সার মত ঝুলে থাকা
মানুষের মানবিক বোধ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.