নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

স্পর্শের নৈকট্য

১২ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৪৪



চলে যাব এতসহসাই!
অনন্ত আঁধার খুঁড়ে তৃষ্ণার্ত চুম্বন ঠোঁটে নিয়ে গেছে
এক ঝাঁক পিপীলিকা,
ঝাঁকের বাঁকে বাঁকে কম্পিত পদভার;
তবু এ বিরহী জীবন খুঁজে ফেরে সেই হারানো স্পর্শ,
সুখের দুপুরকাল।

একবার কাছে আয়, শুধু একবার;
নিপাট ভাঁজের জীবন ছুঁড়ে ফেলে দেব,
চোখের জল মুছে দেয়া সেই হাত
কাঙ্খিত সময়ে আবার দস্যুতার মহড়ায়,
নিপুণ আঁধারে আলো জ্বেলে জ্বেলে
খুঁজে নেবে নৈবদ্যের সেই চিরচেনা বাঁক।

কতটা আঁধার আর কতটা রাত!
চোখের সম্মুখেই জেগে থাকা চাঁদ!
এত কেন অনড় সময়?
একবার কাছে আয়, শুধু একবার;
পিঁপড়ের জীবন থেকে চেয়ে নেব ফের
ভুলে যাওয়া সখ্যতা।
ঠোঁটে ঠোঁটে শেখা হবে প্রেম
যতটুকু জানি তারচেয়েও বেশী
জানা হবে চুম্বনের অচেনা কৌশল,
যদি ভালবাসা দিস
তৃণলতার মত মেইয়ে যাব তোর শরীরের বাঁকে
স্পর্শের নৈকট্যে শিখে নেব নিগুঢ়তম আলিঙ্গনের স্পষ্ট সংজ্ঞা,
অথবা প্রেম কিংবা ভালবাসা,
অথবা দু'টোই।

১১ই জুলাই ২০১৬
যুক্তরাজ্য।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য
কবিতা ভালো লেগেছে

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৩

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৯

বিজন রয় বলেছেন: স্পর্শ, সুখ আর সৌন্দর্য।
খুবই ভাল লেগেছে।
++++

৩| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৪

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.