নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

আধার

২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৯



এ আসলে ঘটা করে বলার কিছুই নেই,
বদ্ধ ঘুটঘুটে ঘরটায়
দরজাটা সেজে আছে হরেক রঙের ব্যঞ্জনায়;
বাতাসে ভর করে কিছু প্রজাপতি রেখে গ্যাছে
ফুলে মাখা পরাগ দরজার আড়ে,
কিছু জোনাকি রাতের আধারে বুঝিয়ে দ্যায় সভা-সভ্যদের
ওখানে ঐ ঘরে কেউ আছে
মানুষের মত কেউ
অরণ্য জ্যোৎস্নার মত;
যত তুমি কাছে যাবে ততই দেখিবে গহীনের বসত
অতঃপর সীমাহিন আধারের প্রেম
তোমাকে ভোলাবে জীবন
জীবনের বোধ
লৌকিক জীবনের রঙিন চৌকাঠ।

ঐ আধারের ঘরে যে থাকে তার কোন স্মৃতি নেই
নেই কোন উদ্বেগ প্রভাত কিরণের,
আধারের মতই কুয়াশা হৃদয়ে তাহার
সবকিছু ফ্যাকাশে;
বোধহীন জীবন তাকে করেনি ক্ষমা
নিরেট দরজায় তবু আছে লেগে তার
আলো আর আধারির অবোঝা জীবনের বোধ।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.