নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

ঠিকানা

৩১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০১



ঠিকানাটা লেখা ছিল ভুল
হঠাৎ পথে হয়েছিল দেখা,
পথের মাঝেই থেমেছিল পথ
আকাশের সুদূর সুনীলে
সে ছিল ঢাকা!

পরনে ঢাকাই শাড়ি
কপালে জ্বলে ছিল
সূর্যের লালে লাল টিপ,
ভুল দরজায় নেড়ে নেড়ে কড়া
ফিরতি পথে একটুকু হয়েছিল থামা,
সেখানে বসেছিল গোধূলি সন্ধ্যায়
জোৎস্নার নতুন আলোর মেলা;
ভুল ঠিকানা হাতে নিয়ে
ঠিকানার কাগজেই মুছেছিল সে
ক্লান্তির অবসাদে মুখের মানচিত্রে
জমানো সতেজ ঘাম!

ঠিকানাটা লেখা ছিল ভুল
চায়ের কাপে চুমো দিতে দিতে
আড়চোখে তাকে হয়েছিল দেখা;
ঠিকানার ভুল নিশানাতে
ভুল সময়ে ভুল পথে সে
ভুলের বেসাতিতে ভুল বুঝে
আমাকেও ভাবিয়াছে ভুল!

লিপজেল ঠোঁটে মেখে নিয়ে
আয়নায় দেখেছিল মুখ
নিজেও যে ভুল,
মানবী সে নয়
জোৎস্নার অবয়বে ঢাকা;
গোধূলির আলোয় হঠাৎ বাতাসে
ভুলে ভরা ঠিকানাটা ফেলে রেখে সে
চাঁদের আলোতে মিলিয়ে যেতেই
বুঝে ফেলি
ভুল ঠিকানাটায় আর কেউ নয়
সারাক্ষণই বসে আছি আমি!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪১

মাহমুদা আক্তার সুমা বলেছেন: জোৎস্নার অবয়বে ঢাকা;
গোধূলির আলোয় হঠাৎ বাতাসে
ভুলে ভরা ঠিকানাটা ফেলে রেখে সে
চাঁদের আলোতে মিলিয়ে যেতেই
বুঝে ফেলি
ভুল ঠিকানাটায় আর কেউ নয়
সারাক্ষণই বসে আছি আমি!

ভাললাগা রেখে গেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.