নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

জলরঙ ছবি

০৪ ঠা আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৮



চোখের উপর হাত রেখেছি
বুকের কাছে কান,
তুই আঁধার রাতের বন্ধ ঘরে
মনের গহীন গোপন দ্বারে
আমার অঘুম রাত।

তুই ক্যামনে যাবি দূরে?
শুন্যতাই ভাবিস যদি আপন,
আমার জন্যি কেন কাঁদিস
কেন যে তোর আষাঢ় দেয়ায়
চৈত বোশেখের তপ্ত রোদেও
হৃদয় মাঝে অহর্নিশ তোর
শুধুই ধরে কাঁপন?

এদিকও নয় ওদিকও নয়
আকাশ পাতাল ফাঁকা,
চোখের দৃষ্টি ঝাপসা বেজায়
তবু হাতের কাছে তুইযে বসা ভাবি
ছুঁতে গেলেও পাইনা ছুঁতে
বৃথাই খুঁজি এদিক ওদিক
বুকের মাঝে জলজ রঙে
তুইযে ভীষণ আঁকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.