![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আকাশের মাঝে আরেক আকাশ নিয়ে ভেসে আছে
তার পান্ডুর মুখের নীলাভ আঁখি,
মৃতের মত নিঃস্পৃহ শরীরে
স্বপ্নহীন পৃথিবী ঘুমায় বেঘোরে;
একদিন ভালবাসা ছিল বলে আজও আছে অসীম তৃষ্ণা,
তার কতটুকু ভালবাসা কিংবা ভালবাসা না পাওয়ার খেদ
বোঝেনি, বোঝেনি ঐ তামাটে মেয়ে!
আজ রাতে অসংখ্য নক্ষত্রের সাথে তার কেটেছিল রাত,
দূরের আকাশে শুকতারা হয়ে তার আজন্ম প্রেমিক বলেছিল
'আয়, আয় কাছে আয়'!
তামাটে মেয়ের জানালার শিক গলে
চোখের মধ্যে ভেসে ওঠে একগাদা পরাশ্রয়ী শিকড়;
নক্ষত্রের রাত তাকে যতটুকু কাছে টানে
তার চেয়ে বিশী দূরে ঠেলে দেয়
নিজেরই ভিতর থেকে বেড়ে ওঠা
অচীন অথচ নিজেরই নাভীমূল থেকে নির্গত
এক পরাশ্রয়ী শিকড়।
২৯শে আগষ্ট ২০১৬
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.