![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
কলমি ফুলে শিশিরের কণা জমে ছিল সেই হেমন্তে
হাত থেকে কলমি ফুলটা নিতে নিতে তুমি বলেছিলে
'আবার কবে আসবে?'
ভিরু হাত, কম্পিত হৃদয়!
অন্যসব মানুষ হলে হয়ত নিজের হাতেই তোমার খোঁপায় গুঁজে দিত
সফেদ কলমি।
শরত শেষে পড়ে থাকে বিরান অকর্ষণ ভূমি,
আমনের ক্ষেত কিংবা ভরন্ত ফসলের মৌসুম এখন
স্মৃতির ক্যানভাসে এঁকে রাখা ছবি।
আর তুমি সেই তুমি
মতিহারের বৈরী বাতাসে কৃত্তিম গন্ধ ছড়াও আরবীয় আঁতরে;
দাতাল মোষের মত পতি দেবতাকে আনমনে কখনো বলা হয়না তোমার
সেই সফেদ কলমির কথা মনে মনে ভেবে
কলমির বিকল্প শিশিরের স্পর্শ মাখা
একগুচ্ছ বেলীফুলের জন্য তুমি এখনো কতটা কাতর!
৮ই সেপ্টম্বর ২০১৬
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.