![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অনেক দ্বিধা-সংকোচ
তারপরেও এখনো ফিরে যাই সেখানেই,
হিজল পাতার ফাঁকে শীতের মেঠো রোঁদ
সোনালী বুনোনে মুখে তাঁর এঁকেছিল
রূপালী চাঁদের খেলা।
অথচ তখন ভরদুপুর,
আমি তারা ভরা রাত ভেবে
সবুজ দূর্বায় খুঁজে গেছি শিশিরের ভোর।
স্মৃতি পদরেখা ফেলে আসা সেই পথ
সেই কবে ভুলে যাওয়া স্মৃতি্র বসত;
এতটা বছর পরে আমাকেই তাঁর প্রশ্ন
আমারই স্মৃতির দুয়ারে করে করাঘাত
আমি তার কতটুকু রাখিয়াছি মনে!
'মনে নেই মনে নেই',
কপট ভুরুর ভাঁজে সহস্র প্রশ্নের উত্তর এঁকে দেয়
বিনিদ্র আঁখিপাত।
কোন পাখিই থেমে গেলে ঝড়
ভাঙা নীড়ের কথা রাখে না মনে;
মনে থাকে শুধু আরেকটি নীড়ের স্বপ্ন
আরেকটি আবাস;
আরেকটি ঝড়ের আগে
নিশ্চিত আঁধারের ঘরে বেঘোরে ঘুমানোর আয়োজনে
নিখাঁদ ব্যস্ততায়।
১৩ই সেপ্টম্বর ২০১৬
যুক্তরাজ্য।
১৩ই সেপ্টম্বর ২০১৬
যুক্তরাজ্য।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। আপনাকেও অনেক শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।