নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

পুঁজিবাদ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১১



অন্ধকার ঘরে গভীর রাতের নীরবতা,
ক্রোধের শকুন বসে থাকে জানালা ঘেষে;
স্মৃতির মিনার থেকে খসে পড়ে দু' টুকরে ইট,
একটি ইঁদুর থেতলানো মাথা নিয়ে
নেংড়াতে নেংড়াতে হেঁটে যায় গর্তের ঘরে।

আগামী প্রত্যুষে যখন আলোগুলো দূলে উঠবে পাতার শিশিরে
মনে হবে এই লোকালয়ে কখনো রক্ত ঝরেনি,
সব আহতরা প্লাস্টারে ঢেকে রাখবে আপন ক্ষত;
প্রাতরাশের টেবিলে মুনিব ও নকর
যে যার মত খেয়ে যাবে দিনের প্রথম আহার্য্য
কিংবা রাতের ফেলে দেয়া উচ্ছিষ্ঠ্য।

তারপর সেইসব আহতরা সুশোভিত পোশাকে
একেক জন বিজ্ঞাপন হয়ে উঠবে মানবিক পৃথিবীর
আর বেনিয়া ইউনুস বেপারী পুঁজি বৃদ্ধিতে সহায়ক ভূমিকার জন্য
হয়ে উঠবেন বিশ্ব শান্তির দূত।
আমরা সূধীজনেরা মুগ্ধ শ্রোতা হয়ে শুনে যাব তাঁর সাম্যবাদের বচন।
১৬ই সেপ্টম্বর ২০১৬
যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.