![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
চিপা সেলিম
পর্ব-২
চিপা সেলিম একটু বেশী বয়স অবধিই মাতৃদুগ্ধ পান করিয়াছিলেন। এই কথা বলিতে চিপা সেলিম যে খুব বেশী কুণ্ঠিত বোধ করিতেন এমন নহে। কিন্তু দুগ্ধ ব্যাতীত অন্য কিছু না খাইয়া চিপার স্বাস্থ্যখানা যে পাটকাঠির মত সরু রহিয়া গিয়াছিল তাহা নিয়াও চিপা কিংবা তাহার মায়ের তেমন কোন মাথা ব্যাথা ছিল না। কিন্তু বিপত্তি ঘটিল তখন যখন স্কুলের হাডুডু খেলায় বাধ্যতামূলক অংশগ্রহণ পর্বে চিপাকে অংশ গ্রহন করিতে হইয়াছিল।
স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র কাঞ্চিলাল বাহাদূর তাহার তেলমাখা নাদুস-নুদুস দেহ খানা নিয়া যখন চিপার বিপরীত পক্ষে দাঁড়াইয়া লম্ফঝম্ফ করিতেছিল তখন চিপার জাইঙ্গা ছাড়া পরা হাফপ্যান্টের ফাঁক দিয়া মূত্রের ফোটার কিঞ্চিৎ অংশ তাহার ঊরুসন্ধি বাহিয়া হাঁটুর মাঝামাঝি আসিয়া উপস্থিত হইল। চিপা সকলে কিছু ঠাওর করিবার আগেই তাহার পরিধেয় হাঁস মার্কা সেন্ট্রো গেঞ্জির নীচের ভাগ দিয়া একটু কুঁজো হইয়া তাহা মুছিয়া ফেলিল। কালো কুচকুচে দেহে চিপার ছিল সাদা ফকফইক্যা দাঁত। বৈকালের মৃদু আলোতে কাঞ্চিলাল যখন হাডুডু খেলার মাঝামাঝি পর্যায়ে চিপাকে নীচে ফে্লিয়া বেদম দলাই মলাই করতেছিল তখন একটু দূর থেকে বিকালের মেইয়ে যাওয়া আলোতে চিপার ফকফইক্যা সাদা দাঁত ছাড়া আর কিছুই দেখা যাইতেছিল না। কাঞ্চিলালের চাপাচাপিতে চিপার যখন বেহাল অবস্থা তখন চিপা ঘারটা ইষ্যত উপরের দিকে তো্লার চেষ্টা করিল এবং কাঞ্চিলালের শরীরের ভারে চাপা পরা দুইটি হাতের একটি কোনরকম ভাবে অবমুক্ত করিয়া কাঞ্চিলালের স্পর্শকাতর জায়গায় আচ্ছামত কষিয়া চাপিয়া ধরিল। ক্ষুদ্রাকৃতির কুন্ডলী পাকানো চিপা কাঞ্চিলালের অতিকায় বৃহৎ শরীরের নীচে কি অবস্থায় ছিল কাঞ্চিলাল তাহার কিছুই মনে করিতে পারিতেছিল না। কিন্তু নড়াচড়ার ধরণ দেখিয়া কাঞ্চিলালের কেবল ইহাই মনে হইতেছিল চিপা হয়ত তাহার ইঁদুরের মত সাদা ফকফইক্যা দাঁত দ্বারা তাহাকে জায়গা মত কর্তন করিতেছে। এইরকম চিন্তা কাঞ্চিলালের মাথায় ঘুরপাক খাওয়া মাত্রই কাঞ্চিলাল চিপাকে তড়িঘড়ি করিয়া ছাড়িয়া দিয়া হাডুডু মাঠের বাহিরে এক কোনায় যাইয়া অবাক হইয়া চিপার কুন্ডলী পাকানো দেহের দিকে তাকাইয়া রইল। সকলেই সমশ্বরে বলিয়া উঠিল কাঞ্চিলাল মাঠের বাহিরে চলিয়া গিয়াছে এতএব তাহাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হউক। বিজ্ঞ রেফারী মহোদয় আইনের প্রতি শ্রদ্ধাবান হইয়া চিপা সেলিমকে হাডুডু খেলায় বিজয়ী ঘোষণা করিলেন এবং তাহাকে আরব মুল্লুকের খাঁটি তামা দিয়া তৈরী মেডেল উপহার দিলেন। অতঃপর চিপার প্রিয় গ্রামবাসী চিপাকে গ্রামের সেরা পালোয়ান আব্দুল হাই পালোয়ানের ঘাড়ে উঠাইয়া সারা গ্রাম ঘুরিয়া ঘুরিয়া চিপাকে নিয়া বিজয় মিছিল করিতে লাগিল।
০৬ই অক্টোবর ২০১৬।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
