নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ পরিচয়

১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৫

এক ঝাঁক পায়রা পথ হারায়,
এক ঝাঁক মানুষ হেঁটে যায়
বংশাল রোড ধরে ইংলিশ রোড়ের দিকে,
কিছু ধান্দাবাজ রুটি রোজগারের ফিকিরে হাত বাড়ায়
গুলশানের হাওয়ায়,
কিছু অপাংক্তেয় কালো আলখাল্লায় গুলিস্তানের চিপায়
বন্ধুত্বের মহড়া দেয়,
কিছু অচ্ছুৎ মাংসের পশারি সাজায়
দৌলতদিয়ার ঘাটে।
তবু গুলশান, গুলিস্তান আর ইংলিশ রোডের ঝুপড়িতে ঢুকে যাওয়া মানুষ
আর দৌলতদিয়ার অচ্ছুৎরা ভিন্ন ভিন্ন গ্রহের জীব
কিন্তু সকলের পরিচয় মানুষ নয়।

১১ই অক্টোবর ২০১৬
যুক্তরাজ্য।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: পথভ্রান্ত মানুষের কথা কবিতায় বলা হয়েছে। মানুষের অন্তর্নিহিত আঁধারের কথা।
কিছু বানান ভুল আছে, যেমনঃ অপাংতেয়<অপাংক্তেয়। দৌলদিয়ার<দৌলতদিয়ার

১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৪

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ। এখানে সবাই পথ ভ্রান্ত নয়। আমি যাদের অচ্ছুৎ বলেছি তাদের অনেকেই এ পথে আসছে আমাদের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের স্বীকার হয়ে বা পরিস্থিতির কারণে বাধ্য হয়ে, বাকীরা পথ ভ্রষ্ট আঁধারের লোক।

২| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
মাফ করবেন

এক ঝাঁক মানুষ হেঁটে যায়
বংশাল রোড ধরে ইংলিশ রোড়ের দিকে,


এখানে একঝাক মানুষ না দিয়ে, এক দল দিলে মনে হয় ভালো হতো।

ভালোলেগেছে

১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৮

মোহাম্মদ বাসার বলেছেন: এখানে যাদের কথা বলা হয়েছে তাদের ক্ষেত্রে ঝাঁক শব্দটা ইচ্ছাকৃতভাবেই তুচ্ছার্থে ব্যবহৃত হয়েছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে। কিছু মানুষ নৈঋতে শান্তি পায়। ওরা হারিয়ে যায়।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে। কিছু মানুষ নৈঋতে শান্তি পায়। ওরা হারিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.