![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
বিশ বছর আগে তখনও ছিল হিমেল বরফ গলা শীত,
কুঁড়ি কুঁড়ি গুঁড়ি গুঁড়ি তুষারের চাদরে ঢেকে তুমি হেটে গেছ আরও পশ্চিমে
তোমার ধবল ধূসরে মাখা পায়ে তখনও শুঁকায়নি বরফের সদ্য গলা পানি;
যেতে যেতে দুরুত্ত বেড়েছে অনেক,
দক্ষিণ সমীরণে পুষ্প বীথিকার নব ঘন ঘ্রাণে
পদতল শুঁকিয়েছে শীতের নরম রোদের প্লাবনে;
বার্লিন প্রাচীরের বিনাশ হয়তো ঘুঁচিয়েছে সীমানার ব্যাবধান,
তখনও হয়তো ফ্রাঙ্কফুট শহরে
নিশি রাত্রের বিনাশী বাঁশি বাজায়নি কোন অচেনা দানব।
বয়স তোমার কত ছিল তখন?
বিশের উর্বশী নাকি একুশের পলাশে লাল রঙিন প্রজাপতি?
সেই একুশের তুমি এখনো অনন্যা, কলাপাতা রঙের শ্যামল রমণী;
এখনো শীতের বিকেলে রমনায় প্রিয় ঘাস ফুল।
বিশটি বছর তোমার থমাস রোডের শতপত্রি বৃক্ষ
আকাশ ছুঁতে ছুঁতে নুইয়ে পড়েছে আবার;
বিশটি বছর ক্যামনে করেছো পার?
পাওয়া আর না পাওায় হিসেব মিলাতে
ফ্রাঙ্কফুট শহর আর করোটিয়ার নিঝুম পল্লীতে
জোনাকির আলোয় জীবনের আস্বাদ
খুঁজে কি পেয়েছ তবে?
14.10.2014
Beaconsfield Street
Newcastle Upon Tyne
The UK
১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৪
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ বিলিয়ার ভাই।
২| ১৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:২২
রক্তিম দিগন্ত বলেছেন:
সুন্দর।
১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৫
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ রক্তিম।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!

কবিতায় লােইক!