নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

আলো

১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৯

ছিলেনা কাছে,
ছিলেনা দূরে,
ছিলে বিষাদ-আঁধারে সন্তর্পনে;
আমি সামান্য একটু জ্যোৎস্নার জন্য কত যুগ উন্মুখ ছিলাম,
তোমার বসন্ত বাগিচার দুর্ভেদ্য দেয়াল আলোয় ভরাতে
আমি রাতের চাঁদ থেকে অনুগত ক্রীতদাসের মত
একমুঠো আলো চেয়েছিলাম।

তোমার উপেক্ষাও বুঝেছিল চাঁদ,
আমি অন্ধকারের আঁধারে নিপতিত হয়ে
বুঝেছিলাম এ আঁধার আজন্মের;
তবু তুমি দুর্বোধ্য কারণেই একদিন আলো জ্বেলে দিলে
আর তাতেই তোমার বাগিচার অভেদ্য দেয়ালে জ্বলে উঠলো
আমার আমি হয়ে লক্ষ জোনাক।
১৬ই অক্টোবর ২০১৬
যুক্তরাজ্য।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.