![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
পাখিরা ঘর বাঁধে পরম মমতায়
তারপরে ডিম পাড়ে, ডিম থেকে ছানা,
অতঃপর অচ্ছুৎ আবাস ছেড়ে চলে যায় পাখি।
অনেকদিন পরে আরেক গ্রীষ্মে
পাখিদের যখন আবার ঘর বাঁধার সময় হয়
পুরনো পরিত্যাক্ত ঘরের কথা পাখিদের আর মনে থাকে না।
একমাত্র মানুষ শুধু ফিরে যায় পুরনো ঘরে,
ঘরের স্মৃতি নিয়ে স্মৃতির মাঝে তৈরী করে আরেক ঘর;
পুরনো জীর্ণতায় জানালার কাঁচ গলে যখন জ্যোৎস্নারা উঁকি মারে
মাঝ রাতে নিজের ছায়ার সাথে তৈরী হয় নিজস্ব দ্বৈরথ,
তারপর একদিন শিকড়হীন বৃক্ষের মত নিজের অস্তিত্বের কাছে
মানুষ সমর্পিত হয় নিজের কাছেই নিজের এক অচীন ছায়ায়।
২৩শে অক্টোবর ২০১৬
যুক্তরাজ্য।
২| ২৪ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:০০
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ আছির ভাই।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৪
রক্তিম দিগন্ত বলেছেন:
ভাল লাগলো কবিতাটা।
রূপকভাবে ভাবটা বেশ দক্ষভাবেই ফুঁটিয়ে তুলেছেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৮
আছির মাহমুদ বলেছেন: বাহ! সুন্দর ভাবনা!