নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

ছায়া

২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৫



পাখিরা ঘর বাঁধে পরম মমতায়
তারপরে ডিম পাড়ে, ডিম থেকে ছানা,
অতঃপর অচ্ছুৎ আবাস ছেড়ে চলে যায় পাখি।
অনেকদিন পরে আরেক গ্রীষ্মে
পাখিদের যখন আবার ঘর বাঁধার সময় হয়
পুরনো পরিত্যাক্ত ঘরের কথা পাখিদের আর মনে থাকে না।


একমাত্র মানুষ শুধু ফিরে যায় পুরনো ঘরে,
ঘরের স্মৃতি নিয়ে স্মৃতির মাঝে তৈরী করে আরেক ঘর;
পুরনো জীর্ণতায় জানালার কাঁচ গলে যখন জ্যোৎস্নারা উঁকি মারে
মাঝ রাতে নিজের ছায়ার সাথে তৈরী হয় নিজস্ব দ্বৈরথ,
তারপর একদিন শিকড়হীন বৃক্ষের মত নিজের অস্তিত্বের কাছে
মানুষ সমর্পিত হয় নিজের কাছেই নিজের এক অচীন ছায়ায়।


২৩শে অক্টোবর ২০১৬
যুক্তরাজ্য।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৮

আছির মাহমুদ বলেছেন: বাহ! সুন্দর ভাবনা!

২| ২৪ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:০০

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ আছির ভাই।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৪

রক্তিম দিগন্ত বলেছেন:
ভাল লাগলো কবিতাটা।

রূপকভাবে ভাবটা বেশ দক্ষভাবেই ফুঁটিয়ে তুলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.