![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আজ এই রাতে
মুখোমুখি তুমি আমি আধো অন্ধকারে;
যাক বয়ে যাক নদীর এই জলধারা,
একটু দূরে রাত জাগা পাখির ক্ষণে ক্ষণে ডেকে ওঠা আর কলরব,
শ্রুতির কোঠরে গেয়ে যাক বনজ পোকা ভ্রান্তির গান;
আমরা ভুলে যাব গোছানো জীবনের পাঁথরে খোদাই লিপি
সরাবের মোহাচ্ছন্নতায় টুটিবে সহস্রাব্দ বছর বেঁচে থাকার অলিক স্বপন
ক্ষণিক হোক এই কাছে থাকা, ঠোঁটের শুদ্ধতম ব্যাকরণ বোঝার আদিম নিয়ম;
ক্ষতি কি?
যদি তোমার ঢুলু ঢুলু ও চোখে বেজে ওঠে কামনার শিশ
কাছে ডেকে নিও;
উপেক্ষা ছড়াতে চাইলেও বলে দিও
তুলে নেব দ্বিধাহীন তোমার অমৃত ওষ্ঠে লুকনো
চিরন্তন আলো-আঁধারের হেমলক বিষ,
তবু ভালবেসে যেও, ভালবাসা দিও
ক্ষণিক হলেও একদিন।
২৪শে অক্টোবর ২০১৬
যুক্তরাজ্য।
২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২০
মোহাম্মদ বাসার বলেছেন: আমি একজনকে ভালবাসি ১৮ বছর। ভালবাসার পরিপূর্ণতায় যদি আকাশের ভরা চাঁদ লাজুক হেসে আঁধারে লুকায় ক্ষতি নেই, আমি সেই দিনটাকেই চেয়ে নেব।
২| ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৩
সামিয়া বলেছেন: আপনার ১৮ বছরের ভালোবাসার মানুষটি নিঃসন্দেহে ভাগ্যবতী।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৫
সামিয়া বলেছেন: তবু ভালবেসে যেও, ভালবাসা দিও
ক্ষণিক হলেও একদিন।
ভালোবাসার পরিধি সময় কখনোই একদিনে সীমাবদ্ধ হয়না।