![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অসমাপ্ত পাণ্ডুলিপি হাতে নিয়ে বসে আছি
এই শেষ বিকেলেও,
কলমের নিব থেকে ঝরে পড়ে
প্রতিদিন রক্তক্ষরণের অসংখ্য সংলাপ;
যাত্রা গানের প্রথম দৃশ্যে বেহুলা ভারী বুক ও নিতম্ব দুলিয়ে
ঈশ্বরের বন্দনা গায়।
যাত্রা গানের শেষ দৃশ্যে বেহুলা আবার আসে,
'বেদের মেয়ে জ্যোৎস্না'র সুরে সুরে
বেহুলার কোমরের কাপড়ের গিট ভরে ওঠে
নতুন পুরনো রকমারী নোটে;
হায়েনার চোখ বেহুলার ভারী নিতম্বে যেন
এক একটি ক্ষুধার্থ অক্টোপাস।
বস্তির এক ঘিঞ্জি ঘরে একটি অর্ধভূক শিশু
আশেপাশের পরিচিত জনদের মধ্যে
তার মাকে খুঁজে বেড়ায়।
২৯শে অক্টোবর ২০১৬
যুক্তরাজ্য।
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০৯
মোহাম্মদ বাসার বলেছেন: হেহেহে রায়হান ভাই আপনার মন্তব্যে প্রীত বোধ করছি।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৪
রায়হানুল এফ রাজ বলেছেন: ভাল লাগলো।
প্লাস দিয়ে গেলাম।
+++