নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

লোকালয়ে শুধু তুমি-আমি

৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭


অযুত বছরের স্মৃতি নিয়ে
স্মৃতিহীন মোরা,
ধোঁয়া ধোঁয়া আঁধারের মত
সমগ্র নীলিমা ছেয়ে ছিল চৈত্রের কালো মেঘে;
তুমি এসে এঁকে দিলে রংধনুর আঁচ আকাশের গায়ে,
যেই স্পর্শ করলে বিরান কাননের শুকনো লতা
অমনি হাজারো পুস্পে ছেয়ে গেল বিথীকার বন।

কাছে আসার অনন্ত বাসনাই যদি পুষেছো মেয়ে
অর্গল চেপে রাখা বুকে কর তুমি জ্যোৎস্নার চাষ;
জাগতিক নিয়মের টুটি চেপে ধর,
আবার শিখিয়ে দাও
ভালবাসার নিপুণ কবিতা,
কিংবা শরীরের শরীর বোঝার অশ্রুত সংলাপ।

লৌকিক আচারের নিকুচি করে
যদি বল আমি স্মৃতিহীন রয়ে যাব মৃত্যু অবধি,
যেন এই লোকালয়ে তুমি আমি ছাড়া
সবকিছু অস্তিত্ব বিহীন।
আমরা শুধু বৃক্ষের কথা ভাববো, কিংবা উন্মুক্ত নীলাকাশ,
অথবা প্রবাহমান নদীর কথা;
কেননা প্রণয়ের শুদ্ধতার প্রতি এদের কোণ বৈরীতা নেই।
যদি বল শ্রুতিহীন হতেও দ্বিধা নেই
তোমার মেঘের মত চোখের দিকে তাকালে
বৃষ্টির শব্দের প্রেম অতটা প্রয়োজনীয় নয়।

৩১শে অক্টোবর ২০১৬
যুক্তরাজ্য।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২১

ভ্রমরের ডানা বলেছেন:
লৌকিক আচারের নিকুচি করে
যদি বল আমি স্মৃতিহীন রয়ে যাব মৃত্যু অবধি,
যেন এই লোকালয়ে তুমি আমি ছাড়া
সবকিছু অস্তিত্ব বিহীন।



ভাল লেখেছেন। আসলে ব্লগে এত লেখা পড়ার সময় থাকে না। তাই ভাল লেখাগুলো হারিয়ে যায়। আর খারাপ লেখা গুলো পড়তে পড়তে মাঝে মাঝে ভাল লেখাগুলো তে তার প্রভাব পড়ে। এটাই হয়েছে সমস্যা।
আপনার কবিতাগুলো বেশ রোমান্টিক। ঝগড়াটা না হলে চোখ পড়ত না। ভালই হল। কিছু ভাল কবিতা পড়া যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.