নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

কিছু একটা হোক

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৮


কিছু কথা থাক, কিছু কথা থাক
যা হয়নি বলা;
কিন্তু তোমার বোঝা হয়ে গেছে
অসমাপ্ত অনুভূতি ঠুকরে খেয়েছে
একটি সম্ভাব্য নিপুণ সমাপ্তির শূন্যতার বিকেল,
তুমি হাত বাড়ালেনা
স্পর্শহীন রয়ে গেল রজনীগন্ধায় শিশিরের আঁচ;
মাধবীলতা দেখলোনা ফিরে
সহস্রাব্দের তৃষ্ণা নিয়ে কোন এক কবি
মেঘেদের জলে বেঁধেছিল ঘর,
তবু তার তৃষ্ণা মিটেনি।

কিছু কথা থাক, কিছু কথা থাক
বলি কিংবা না বলি
চোখে চোখে চোখ
আঙুলের স্পর্শসুখ গুনে গুনে দেখুক
মিতব্যায়ী হাতের কড়া।
দেখুক বিভ্রমে সম্ভ্রম হারিয়েছে পরিযায়ী মন,
অনন্ত আঁধারেই জ্বলুক না হয় শরীরের দাহ্যতায়
নিযুত বছরের অবিনাশী লোকালয়।

তবু কিছু একটা হোক, কিছু একটা
এডাম কিংবা ইভের মত
ভ্রমাত্মক অনুভূতির হাজারো স্খলনে
বেঁচে উঠুক এ মৃতপ্রায় কবি
অসংখ্য শতাব্দির অগুনিত ভুলে।
তবু কিছু একটা হোক
কিছু একটা হোক।

৭ই নভেম্বর ২০১৬
যুক্তরাজ্য।

মন্তব্য -১ টি রেটিং +০/-০

মন্তব্য (-১) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.