![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
অতঃপর সুনসান নিরবতায়
থেমে যায় বাঈজীর নাচ,
পানশালায় জ্বলে ওঠে প্রথাসিদ্ধ আলো;
বাইরে শিশির ও কুয়াশায়
ভারী হয়ে আসে রাতের আকাশ।
একজন মানুষ হেঁটে যায়
রাস্তার মাঝামাঝি পথ ধরে,
একটি দ্রুতগামী বাহনের চালক
খিস্তি আওড়াতে আওড়াতে পাশ দিয়ে চলে যায়।
তারপরের প্রত্যুষে তুমুল সূর্যের নীচে
কিছু সমবেত মানুষ ফুল হাতে দাঁড়িয়ে থাকে,
কেউ কেউ অস্ফুটে বলে ওঠে
'স্মৃতিফলকটা যেন নিখাঁদ পাঁথরের হয়
আর সহজে যেন ক্ষয়ে না যায়'।
তারপর আরেকটি কুয়াশা ও শিশির মাখা সকালে
কিছু মানুষ ফুল হাতে আবার সমবেত হয়
অতঃপর অতঃপর
এভাবে স্মৃতিফলকের নামটা ক্রমশঃ অস্পষ্ট হয়ে ওঠে।
৮ই নভেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২১
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন !