নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

রাত, চাঁদ, নিঃসঙ্গতা

১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৬


উদাসী হাওয়া!
ও উদাসী হাওয়া!
ঐ বিরহী জ্যোৎস্নাকে শুধাও
এই মাঝ রাতে কেন সে রূপালী কান্না হয়ে ঝরে?
তার অশ্রুতে ভিজে আসে আমার ক্ষয়ে যাওয়া স্মৃতির চোখ,
তার আলোতে পুড়ে যায় আমার অনেক ক্ষতের বিপন্ন হৃদয়।

উদাসী হাওয়া
ও উদাসী হাওয়া
তুমিতো চাইলেই পার ঐ দূর নীলিমার দূরুত্ব ঘুঁচিয়ে
চাঁদের দেশে যেতে।
তাকে বলে দিও তার নিযুত বছরের কষ্টচাপা বুকে
আমার বিষাদের দিন না হয় একটু ঢাকা থাক
ঢাকা থাক অদৃশ্য অবয়বে তোমারই মত তার জ্যোৎস্নার বিভ্রমে।
আজ সন্ধ্যায় যখন সারা আকাশ আলো করে চাঁদ উঠেছিল
আমার হাতের জ্বলন্ত সিগ্রেট অজান্তেই ছুঁয়েছিল হাতের আঙুল;
আমার মায়ের কথা তখন খুব মনে পড়েছিল,
উদাসী হাওয়া!
ও উদাসী হাওয়া!
তুমি কি পারনা জ্যোৎস্নার ডানায় ভর করে
আমার মায়ের শরীরের সেই ঘাসে মাখা কিছু গন্ধ এনে দিতে?
আমি অনেক ক্লান্তিতে ঘুমে ঢুলু ঢুলু সেই অবাধ্য বালক,
শত-সহস্র জন্মেও যে তার মায়ের গায়ের ঘাসে মাখা গন্ধ্যে পেতে চায়,
সবুজ অরণ্য কিংবা বহতা নদীর জন্য যে এখনও ব্যাকুল।

উদাসী হাওয়া!
ও উদাসী হাওয়া!
কান পেতে শোন, শোন সন্তর্পনে,
যদি চাঁদ না শোনে কথা
বলে দিও যারে তারে,
বলে দিও ঘাস ফড়িঙেরে, নদীর ঢেউ কিংবা আকাশের রোঁদে
বলে দিও তুমুল বর্ষায়
বৃষ্টির ফোঁটায়,
বৃষ্টির ফোঁটায়----- !

১৯শে নভেম্বর ২০১৬
যুক্তরাজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.